Ajker Patrika

আইডিইবির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নড়াইল প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৬: ১০
আইডিইবির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে, আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে কেককাটা, শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার আইডিইবি জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আইডিইবির জেলা কার্যালয়ে এসে শেষ হয়।

এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

আইডিইবির জেলা শাখার সভাপতি মো. জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল ইসলাম, নড়াইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কবির হাসান, আইডিইবির জেলা শাখার সাধারণ সম্পাদক বি এম রমিচ উর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে আইডিইবির জেলা কমিটির কর্মকর্তারাসহ আইডিইবির সদস্যভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত