নেত্রকোনা প্রতিনিধি
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু বলেছেন, মহান মুক্তিযুদ্ধে যেসব বীর আত্মাহুতি দিয়েছেন, যেসব নারী তাদের সম্ভ্রম হারিয়েছেন, তাঁরা চিরদিন অম্লান হয়ে থাকবেন। তাঁদের আত্মত্যাগের কথা জাতি কোনো দিন ভুলবে না।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় মিতাল প্রাঙ্গণে ‘স্মৃতি একাত্তর’ এর সংস্কার ও উন্নয়নকাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
মিতালী সংঘের সভাপতি শাহ আতাউর রহমান কাজল আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান, নেত্রকোনা জেলার পুলিশ সুপার আকবর আলী মুনসি, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তফসির উদ্দিন খান।
প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র হাতে দেশ স্বাধীন করেছি। তাঁরই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। আমরা স্বাধীনতা অর্জন করেছি।
এবার স্বাধীনতার সুফল এই সরকারের আমলে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। যে কারণে বিশ্বও আজ অবাক বিস্ময়ে বাংলাদেশকে দেখে। আর এসব কিছুই সম্ভব হচ্ছে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এই দেশ স্বাধীনতা অর্জন করায়।
এই ‘স্মৃতি একাত্তর’ আমাদেরকে সেইসব বীর যোদ্ধাদের কথাই মনে করিয়ে দেয়, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খান খসরু বলেছেন, মহান মুক্তিযুদ্ধে যেসব বীর আত্মাহুতি দিয়েছেন, যেসব নারী তাদের সম্ভ্রম হারিয়েছেন, তাঁরা চিরদিন অম্লান হয়ে থাকবেন। তাঁদের আত্মত্যাগের কথা জাতি কোনো দিন ভুলবে না।
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় মিতাল প্রাঙ্গণে ‘স্মৃতি একাত্তর’ এর সংস্কার ও উন্নয়নকাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
মিতালী সংঘের সভাপতি শাহ আতাউর রহমান কাজল আলোচনা সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হাবিবা রহমান খান শেফালী, জেলা প্রশাসক কাজি মো. আব্দুর রহমান, নেত্রকোনা জেলার পুলিশ সুপার আকবর আলী মুনসি, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, নেত্রকোনা পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তফসির উদ্দিন খান।
প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র হাতে দেশ স্বাধীন করেছি। তাঁরই কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। আমরা স্বাধীনতা অর্জন করেছি।
এবার স্বাধীনতার সুফল এই সরকারের আমলে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। যে কারণে বিশ্বও আজ অবাক বিস্ময়ে বাংলাদেশকে দেখে। আর এসব কিছুই সম্ভব হচ্ছে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এই দেশ স্বাধীনতা অর্জন করায়।
এই ‘স্মৃতি একাত্তর’ আমাদেরকে সেইসব বীর যোদ্ধাদের কথাই মনে করিয়ে দেয়, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪