Ajker Patrika

তেরখাদায় জামানত হারালেন ৮ প্রার্থী

তেরখাদা প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৬: ২০
তেরখাদায় জামানত হারালেন ৮ প্রার্থী

তেরখাদা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ৩য় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ২৬ জন প্রার্থীর মধ্যে ৮ জনই জামানত হারাচ্ছেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে সরকারি কোষাগারে ৫ হাজার টাকা করে জামানত হিসেবে জমা দিতে হয়। সেই জামানতের টাকা ফেরত পেতে ওই ইউনিয়নের সব ভোটকেন্দ্রের (কাস্টিং ভোট) পড়া মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ অর্থাৎ সাড়ে ১২ শতাংশ ভোট পেতে হয়।

গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা যায়, তেরখাদা উপজেলার ৬টি ইউনিয়নে ৮ জন প্রার্থী জামানত হারাচ্ছেন। এর মধ্যে মধুপুর ইউনিয়নে ৩ জন প্রার্থীর মধ্যে ১ জন জামানত হারাচ্ছেন। তিনি হলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জিয়াউর রহমান (হাতপাখা)। আজগড়া ইউনিয়নের ৫ জন প্রার্থীর মধ্যে ২ জন জামানত হারাচ্ছেন। তারা হলেন মো. আক্তারুজ্জামান জুন (মোটরসাইকেল) ও মো. আবুল হাসান (আনারস)। সাচিয়াদহ ইউনিয়নে ৫ জন প্রার্থীর মধ্যে ২ জন জামানত হারাচ্ছেন, তারা হলেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) উকিল উদ্দিন লস্কর ও তাপস বিশ্বাস।

ছাগলাদহ ইউনিয়নের ৪ জন প্রার্থীর মধ্যে একজন জামানত হারাচ্ছেন। তিনি হলেন মো. মঞ্জুরুল আলম (মোটরসাইকেল)। বারাসাত ইউনিয়নের ৬ জন প্রার্থীর মধ্যে ২ জন জামানত হারাচ্ছেন। তারা হলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ওমর ফারুক (হাতপাখা) ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) এজিএম বাছিতুল হাবিব প্রিন্স (মোটরসাইকেল)।

তবে তেরখাদা সদর ইউনিয়নে ৩ জন প্রার্থীর কারও জামানত হারানোর সম্ভাবনা নেই। তেরখাদা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. রাজিবুল হাসান বলেন, গত ২৮ নভেম্বর ৩য় ধাপে তেরখাদা উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ৬ জন, ইসলামি আন্দোলন বাংলাদেশ ২ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ১৭ জন ও বিএনপির ১ জনসহ মোট ২৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত