Ajker Patrika

তেরখাদায় জামানত হারালেন ৮ প্রার্থী

তেরখাদা প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১৬: ২০
তেরখাদায় জামানত হারালেন ৮ প্রার্থী

তেরখাদা উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ৩য় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ২৬ জন প্রার্থীর মধ্যে ৮ জনই জামানত হারাচ্ছেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রত্যেক প্রার্থীকে সরকারি কোষাগারে ৫ হাজার টাকা করে জামানত হিসেবে জমা দিতে হয়। সেই জামানতের টাকা ফেরত পেতে ওই ইউনিয়নের সব ভোটকেন্দ্রের (কাস্টিং ভোট) পড়া মোট ভোটের ৮ ভাগের ১ ভাগ অর্থাৎ সাড়ে ১২ শতাংশ ভোট পেতে হয়।

গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা যায়, তেরখাদা উপজেলার ৬টি ইউনিয়নে ৮ জন প্রার্থী জামানত হারাচ্ছেন। এর মধ্যে মধুপুর ইউনিয়নে ৩ জন প্রার্থীর মধ্যে ১ জন জামানত হারাচ্ছেন। তিনি হলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. জিয়াউর রহমান (হাতপাখা)। আজগড়া ইউনিয়নের ৫ জন প্রার্থীর মধ্যে ২ জন জামানত হারাচ্ছেন। তারা হলেন মো. আক্তারুজ্জামান জুন (মোটরসাইকেল) ও মো. আবুল হাসান (আনারস)। সাচিয়াদহ ইউনিয়নে ৫ জন প্রার্থীর মধ্যে ২ জন জামানত হারাচ্ছেন, তারা হলেন আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) উকিল উদ্দিন লস্কর ও তাপস বিশ্বাস।

ছাগলাদহ ইউনিয়নের ৪ জন প্রার্থীর মধ্যে একজন জামানত হারাচ্ছেন। তিনি হলেন মো. মঞ্জুরুল আলম (মোটরসাইকেল)। বারাসাত ইউনিয়নের ৬ জন প্রার্থীর মধ্যে ২ জন জামানত হারাচ্ছেন। তারা হলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ওমর ফারুক (হাতপাখা) ও আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) এজিএম বাছিতুল হাবিব প্রিন্স (মোটরসাইকেল)।

তবে তেরখাদা সদর ইউনিয়নে ৩ জন প্রার্থীর কারও জামানত হারানোর সম্ভাবনা নেই। তেরখাদা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. রাজিবুল হাসান বলেন, গত ২৮ নভেম্বর ৩য় ধাপে তেরখাদা উপজেলায় ৬টি ইউনিয়ন পরিষদ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ৬ জন, ইসলামি আন্দোলন বাংলাদেশ ২ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ১৭ জন ও বিএনপির ১ জনসহ মোট ২৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত