Ajker Patrika

‘সুস্থতার জন্য শরীর চর্চা প্রয়োজন’

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৭: ৪১
‘সুস্থতার জন্য শরীর চর্চা প্রয়োজন’

খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন বলেছেন, সুস্থতার জন্য খেলাধুলা প্রয়োজন। প্রতিদিন শরীর চর্চা করা দরকার। তিনি বলেন, করোনার কারণে প্রায় দুই বছর সব খেলাধুলা বন্ধ ছিল। ক্রীড়ার ক্ষেত্রে বিভিন্ন ক্লাব বিশেষ গুরুত্ব বহন করে। শত প্রতিকূলতার মাঝেও সবাইকে খেলাধুলায় সম্পৃক্ত করার উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।

গত সোমবার রাতে খুলনায় অভ্যন্তরীণ টেনিস টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নগরীর অফিসার্স ক্লাব চত্বরে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার। এই টেনিস টুর্নামেন্টের মাধ্যমে সবাই কিছুটা উজ্জীবিত হবে বলেও তিনি বক্তৃতায় উল্লেখ করেন।

খুলনার জেলা প্রশাসক ও অফিসার্স ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, সাবেক পুলিশ সুপার মো. মুজিবুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদিকুর রহমান খান বক্তৃতা করেন। খুলনা অফিসার্স ক্লাবের সদস্যদের নিয়ে ১০টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত