Ajker Patrika

আজ মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী

বাসস, ঢাকা
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১২: ৪২
আজ মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকী

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

এ উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকালে আজিমপুরে কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন ও মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদে কোরানখানি ও দোয়া মাহফিল।

ছাত্রজীবন থেকে আমৃত্যু আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন মোহাম্মদ হানিফ। ১৯৬৫ সালে শেখ মুজিবুর রহমানের একান্ত সচিবের দায়িত্ব পান। ছয় দফা আন্দোলন, ৬৯-এর গণ-অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭৩ সালে বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসন থেকে সাংসদ নির্বাচিত হন। হুইপের দায়িত্বও পালন করেছেন। ১৯৭৬ সালে ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ১৯৯৬ সালে ‘জনতার মঞ্চ’ তৈরি করে স্বৈরাচারবিরোধী আন্দোলনকে বেগবান করেন তিনি। ১৯৯৪ সালে ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত