Ajker Patrika

তিলোত্তমা নগরী গড়তে চান মেয়র খালেক

খুবি প্রতিনিধি
তিলোত্তমা নগরী গড়তে চান মেয়র খালেক

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, ‘আমরা শহরে বাস করি। এই শহর রক্ষার দায়িত্বও আমাদের। আমরা খুলনাকে পরিবেশসম্মত একটি তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বিশ্ব নগর পরিকল্পনা দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় মেয়র এসব কথা বলেন।

আলোচনা সভার আগে খুলনা সিটি মেয়রের নেতৃত্বে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সদস্যরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে বিআইপি খুলনা চ্যাপ্টারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে আলোচনা সভা  হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মেয়র তালুকদার আবদুল খালেক।

বক্তৃতায় সিটি মেয়র আরও বলেন, ‘খুলনার উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এই অর্থের যথাযথ ব্যবহার করতে হবে। করোনা মহামারির কারণে অনেক কাজ বন্ধ ছিল। ইতিমধ্যে খুলনা শহরজুড়ে ড্রেন ও সড়ক উন্নয়নকাজ শুরু হয়েছে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নগরীর ৩৫০টি সড়কের কাজ শেষ করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’ 

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মাহমুদ হোসেন। তিনি বলেন, ‘আমাদের মমত্ববোধের ওপরে বিচারিক বোধকে গুরুত্ব দিতে হবে। আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। খুলনার উন্নয়নের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।’

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ, বিআইপির প্রেসিডেন্ট পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

‘চাঁদা না পেয়ে’ ১০ দোকানে তালা, জামায়াত নেতা ও বিএনপির কর্মীসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত