Ajker Patrika

আ.লীগ সভাপতির বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগ

ভূঞাপুর প্রতিনিধি
আপডেট : ২৬ মে ২০২২, ১১: ৫৭
আ.লীগ সভাপতির বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগ

ভূঞাপুরে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগ আনা হয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন দলটির নেতা-কর্মীরা। গতকাল বুধবার দুপুরে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর সড়কের নিকরাইল ইউনিয়নের পুনর্বাসন এলাকায় এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পাটিতাপাড়ার বালুর ঘাটেতে ইউপি সদস্য নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। সেই ঘাট মাসুদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ঘাট দখল করার পাঁয়তারা করছেন। কিন্তু সুযোগ না পেয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিন সরকারের ছবি দিয়ে বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের দিয়ে মিথ্যাচার করে তাঁর বিরুদ্ধে মানববন্ধন করেছেন। অথচ তিনি ওই বালুর ঘাটের সঙ্গে জড়িত নন। এ সময় তাঁরা ইউপি চেয়ারম্যান মাসুদসহ তাঁর সহযোগীদের বিচার দাবি করেন। এ ছাড়া এলাকাবাসী যাতে শান্তিতে বসবাস করতে পারে সে জন্য প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।

এদিকে মানববন্ধন শেষে ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন সরকার বলেন, চেয়ারম্যান হওয়ার পরই মাসুদ ও ইউপি সদস্য নূহু মিলে বালুঘাটগুলো দখলে নেওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছে। তবে জমির মালিকেরা তাঁদের প্রশ্রয় দেননি। বহিরাগতদের দিয়ে ঘাটগুলো দখল করার জন্য ক্যাডার বাহিনী সৃষ্টি করেছেন মাসুদ।

তিনি আরও বলেন, ‘চেয়ারম্যান মাসুদ বিএনপির সক্রিয় কর্মী ছিলেন। উপজেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালীর ছত্রচ্ছায়ায় দলে অনুপ্রবেশ করেছেন তিনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত