গনেশ দাস, বগুড়া
বগুড়ায় ‘বাবা হুজুর’ নামে পরিচিত মোজাফ্ফর হোসেন (৬০) হত্যা মামলার তদন্তে অগ্রগতি নেই দেড় বছরেও। তদন্তভার শাজাহানপুর থানা-পুলিশের হাত ঘুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে গেলেও তদন্ত ঘুরপাক খাচ্ছে ১৬ বছর আগের একটি হত্যা মামলা ঘিরে। ওই মামলার প্রধান সাক্ষী ছিলেন তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই বগুড়ার পুলিশ পরিদর্শক আব্দুল মালেক বলেন, মোজাফ্ফর হোসেনের খুনিদের শনাক্ত করতে না পারায় তদন্তে কোনো অগ্রগতি নেই। নাটোর জেলার সিংড়া উপজেলার সুকাশ (নওদাপাড়া) গ্রামের মৃত সায়েদ আলী মণ্ডলের ছেলে মোজাফ্ফর হোসেন ওরফে বাবা হুজুর। ২০১২ সাল থেকে বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় দ্বিতীয় স্ত্রী ও এক মেয়েকে নিয়ে বাস করতেন। সেখানে একটি মাদ্রাসা পরিচালনা করতেন। মাদ্রাসা ছিল তাঁর আধ্যাত্মিক সাধনার আস্তানা। এর আগে তিনি বিভিন্ন মাদ্রাসায় চাকরি করেছেন। তাঁর প্রথম স্ত্রী থাকতেন সুকাশ গ্রামে।
গত বছরের ৪ মে সুকাশ গ্রাম থেকে সিএনজিচালিত অটোরিকশায় বগুড়া শহরের উদ্দেশে বের হন বাবা হুজুর। অটোরিকশায় তিনিসহ ছিলেন পাঁচজন যাত্রী। শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত অটোরিকশাটির পথরোধ করে। ‘বাবা হুজুরকে লক্ষ্য করে একজন রিভলবার দিয়ে ৫ রাউন্ড গুলি করে দ্রুত নন্দীগ্রামের দিকে পালিয়ে যায়। এরপর অটোরিকশাচালক ও দুজন যাত্রী তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‘বাবা হুজুর’ খুনের ঘটনায় তাঁর ছোট ভাই সাইফুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শাজাহানপুর থানায় মামলা করেন। থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ব্যাপক তৎপরতা চালায়। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় সহকারী হাফেজ মাহবুব ও সুকাশ গ্রামের আল আমিন নামের এক যুবককে। পরে হাফেজ মাহবুবকে ছেড়ে দেওয়া হলেও আল আমিনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। আল আমিন তিন মাস পর জামিনে মুক্তি পেয়ে গ্রাম থেকে অন্যত্র চলে যান। এরপর থানার পুলিশ কোনো ক্লু না পাওয়ায় বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি পিবিআই বগুড়াকে তদন্তের নির্দেশ দেন।
বাবা হুজুরের ভাই সাইফুল ইসলাম বলেন, গ্রামের বাড়িতে মসজিদের ১৩ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই জমি দখলকে কেন্দ্র করে ২০০৬ সালে তাঁদের ভগ্নিপতি হবিবর রহমান প্রতিপক্ষের হাতে খুন হন। বাবা হুজুর ছিলেন ওই হত্যা মামলার প্রধান সাক্ষী। সেই মামলা বর্তমানে নাটোর জেলা জজ আদালতে বিচারাধীন। ওই মামলায় সাক্ষ্য দেওয়ার ১৫ দিন আগে বাবা হুজুর খুন হন। তিনি দাবি করেন, ভগ্নিপতি খুনের মামলার জেরেই তাঁর ভাইকেও খুন করা হয়ে থাকতে পারে।
মামলাটির বর্তমান তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক আব্দুল মালেক বলেন, বাবা হুজুরের গ্রামে গিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলা হয়েছে। কিন্তু খুনের কোনো কারণ পাওয়া যাচ্ছে না। আল আমিন বর্তমানে জামিনে আছেন। আর এসব কারণে মামলাটির তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই।
বগুড়ায় ‘বাবা হুজুর’ নামে পরিচিত মোজাফ্ফর হোসেন (৬০) হত্যা মামলার তদন্তে অগ্রগতি নেই দেড় বছরেও। তদন্তভার শাজাহানপুর থানা-পুলিশের হাত ঘুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে গেলেও তদন্ত ঘুরপাক খাচ্ছে ১৬ বছর আগের একটি হত্যা মামলা ঘিরে। ওই মামলার প্রধান সাক্ষী ছিলেন তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই বগুড়ার পুলিশ পরিদর্শক আব্দুল মালেক বলেন, মোজাফ্ফর হোসেনের খুনিদের শনাক্ত করতে না পারায় তদন্তে কোনো অগ্রগতি নেই। নাটোর জেলার সিংড়া উপজেলার সুকাশ (নওদাপাড়া) গ্রামের মৃত সায়েদ আলী মণ্ডলের ছেলে মোজাফ্ফর হোসেন ওরফে বাবা হুজুর। ২০১২ সাল থেকে বগুড়া শহরের নিশিন্দারা এলাকায় দ্বিতীয় স্ত্রী ও এক মেয়েকে নিয়ে বাস করতেন। সেখানে একটি মাদ্রাসা পরিচালনা করতেন। মাদ্রাসা ছিল তাঁর আধ্যাত্মিক সাধনার আস্তানা। এর আগে তিনি বিভিন্ন মাদ্রাসায় চাকরি করেছেন। তাঁর প্রথম স্ত্রী থাকতেন সুকাশ গ্রামে।
গত বছরের ৪ মে সুকাশ গ্রাম থেকে সিএনজিচালিত অটোরিকশায় বগুড়া শহরের উদ্দেশে বের হন বাবা হুজুর। অটোরিকশায় তিনিসহ ছিলেন পাঁচজন যাত্রী। শাজাহানপুর উপজেলার জোড়া কৃষি কলেজের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত অটোরিকশাটির পথরোধ করে। ‘বাবা হুজুরকে লক্ষ্য করে একজন রিভলবার দিয়ে ৫ রাউন্ড গুলি করে দ্রুত নন্দীগ্রামের দিকে পালিয়ে যায়। এরপর অটোরিকশাচালক ও দুজন যাত্রী তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‘বাবা হুজুর’ খুনের ঘটনায় তাঁর ছোট ভাই সাইফুল ইসলাম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে শাজাহানপুর থানায় মামলা করেন। থানা-পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ ব্যাপক তৎপরতা চালায়। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় সহকারী হাফেজ মাহবুব ও সুকাশ গ্রামের আল আমিন নামের এক যুবককে। পরে হাফেজ মাহবুবকে ছেড়ে দেওয়া হলেও আল আমিনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। আল আমিন তিন মাস পর জামিনে মুক্তি পেয়ে গ্রাম থেকে অন্যত্র চলে যান। এরপর থানার পুলিশ কোনো ক্লু না পাওয়ায় বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি পিবিআই বগুড়াকে তদন্তের নির্দেশ দেন।
বাবা হুজুরের ভাই সাইফুল ইসলাম বলেন, গ্রামের বাড়িতে মসজিদের ১৩ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই জমি দখলকে কেন্দ্র করে ২০০৬ সালে তাঁদের ভগ্নিপতি হবিবর রহমান প্রতিপক্ষের হাতে খুন হন। বাবা হুজুর ছিলেন ওই হত্যা মামলার প্রধান সাক্ষী। সেই মামলা বর্তমানে নাটোর জেলা জজ আদালতে বিচারাধীন। ওই মামলায় সাক্ষ্য দেওয়ার ১৫ দিন আগে বাবা হুজুর খুন হন। তিনি দাবি করেন, ভগ্নিপতি খুনের মামলার জেরেই তাঁর ভাইকেও খুন করা হয়ে থাকতে পারে।
মামলাটির বর্তমান তদন্তকারী কর্মকর্তা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক আব্দুল মালেক বলেন, বাবা হুজুরের গ্রামে গিয়ে একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলা হয়েছে। কিন্তু খুনের কোনো কারণ পাওয়া যাচ্ছে না। আল আমিন বর্তমানে জামিনে আছেন। আর এসব কারণে মামলাটির তদন্তে তেমন কোনো অগ্রগতি নেই।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫