Ajker Patrika

দোকান উচ্ছেদের প্রতিবাদ

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৭: ০২
দোকান উচ্ছেদের প্রতিবাদ

সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে অবস্থিত সড়কে ভাসমান দোকান উচ্ছেদের প্রতিবাদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার দুপুরে খুলনা রোড মোড়ে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক এ টি এম রইফ উদ্দীন সরদার। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সদস্যসচিব মুনসুর রহমান।

বক্তারা বলেন, করোনা অতিমারীতে দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের মতো সাতক্ষীরার ভাসমান দোকানদারদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে। এরপরেও কোনো রকমে খেয়ে না খেয়ে সড়কের পাশে ভাসমান দোকান দিয়ে পরিবার পরিজন নিয়ে দিনপাত করছিলেন তাঁরা। সে দোকানগুলো উচ্ছেদ করে দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারের কাটার বেড়া দিয়েছে। ফলে এই ক্ষুদ্র ভাসমান দোকানীদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়েছে।

বক্তারা প্রশ্ন রেখে বলেন, কেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা না করে দোকানগুলো উচ্ছেদ করা হলো। আগামী ৭ দিনের মধ্যে তারের কাটার বেড়া সরিয়ে নেওয়ার অনুরোধ করা হয়। সেটি করতে কর্তৃপক্ষ ব্যর্থ হলে সাতক্ষীরার একটি বৃহৎ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিস্তল দিয়ে বাবলার পিঠে এলোপাতাড়ি গুলি করে মুহূর্তেই সটকে পড়ে মুখোশধারীরা

গত সেপ্টেম্বরেই বিয়ে করেন, বিএনপি নেতার পাশে গুলিতে নিহত কে এই বাবলা

পাইলটের উড্ডয়নের ত্রুটিতে মাইলস্টোনে বিমান দুর্ঘটনা: প্রেস সচিব

সাবেক সেনাসদস্যকে ‘হানি ট্র‍্যাপে’ ফেলে চার লাখ টাকা আদায়, গ্রেপ্তার ২

সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিপ্রতি ৪০ টাকা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ