Ajker Patrika

‘উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখব’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১০: ২৬
‘উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখব’

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নৌকার মনোনিত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে আবারও আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী।

গতবারের মতো এইবারও নৌকা প্রতীকে লড়বেন তিনি। গতকাল শুক্রবার সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের এক সভা শেষে নাসিকে মেয়র পদে আইভীকে মনোনয়ন দেওয়ার কথা জানায় আওয়ামী লীগ। যদিও বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যেই এই ঘোষণা দেওয়ার কথা ছিল। তাই চাপা উত্তেজনা ছিল দিনব্যাপী। সকলের মধ্যে ছিল উৎকণ্ঠা। হঠাৎ করে সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ায় নানা ষড়যন্ত্রের গুঞ্জন শুরু হয়।

শেষ পর্যন্ত শুক্রবার নির্বাচনে নৌকার প্রার্থী ঘোষণা করার কথা শুনে বিকেল ৪টা থেকেই জেলা কার্যালয়ে জড়ো হতে শুরু করেন জেলার গুরুত্বপূর্ণ নেতারা। নৌকার মাঝি হিসেবে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীর নাম ঘোষণার পরই নারায়ণগঞ্জ শহর স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে। বিকেল থেকেই শহরের আওয়ামী লীগ অফিসে অপেক্ষারত নেতা–কর্মীরা নৌকা প্রাপ্তির খবরে উল্লাস শুরু করেন। ‘শেখ হাসিনা, আওয়ামী লীগ, নৌকা, আইভী আপা’ স্লোগানে উত্তাল করে তোলেন শহর।

তখনি বের হওয়া মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে এসে আবারও আওয়ামী লীগ অফিসে গিয়ে শেষ হয়। এ ব্যাপারে ডা. আইভী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘মনোনয়ন দেওয়ায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও দলের প্রতি আমি কৃতজ্ঞ। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই আমার শহরবাসীর প্রতি যারা আমার পাশে ছিলেন সব সময়। আশা করি নেত্রী আমাকে মানুষের সেবা করার যেই সুযোগ আবার দিলেন সেটা আমি যথাযথভাবে পালন করব এবং উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখব।’ তিনি আরও বলেন, ‘এই মনোনয়ন শুধু আমার নয় এটা সমগ্র নারায়ণগঞ্জবাসীর। নেত্রী আমার ওপর আস্থা রেখেছেন তাই আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে নির্বাচিত হলে সেই আস্থার প্রতিদান দেওয়া এবং উন্নয়নের মাধ্যমে একটি সুন্দর শহর উপহার দেওয়া।’ গত ২০১১ সালে প্রথম নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হন আইভী।

 
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত