ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে অপরাধ নিয়ন্ত্রণে লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। গত মঙ্গলবার সকাল থেকেই ইউনিয়নের ৯ ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে শুরু হয়েছে ক্যামেরা সংযোজনের কাজ।
ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৬৫টিরও বেশি সিসি ক্যামেরা সংযোজনের কাজ চলছে। ইউপি চেয়ারম্যান আবদুল হাফিজ তপনের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে চাঁদগ্রাম ইউনিয়নে এসব ক্যামেরা লাগানোর কাজ চলছে।
জানা গেছে, প্রথম ধাপে ৫০টি ক্যামেরা ৩০টি স্থানে বসানো হচ্ছে। দ্বিতীয় ধাপে বাকি ক্যামেরা সংযোজন করা হবে। এ কাজ সম্পন্ন করতে ব্যয় হবে আনুমানিক ১৩ লাখ টাকা। সব ব্যয় চেয়ারম্যান আবদুল হাফিজ তপন নিজ অর্থায়নে করছেন। জেলার মধ্যে প্রথম চাঁদগ্রাম ইউনিয়ন সিসিটিভি ক্যামেরার আওতায় আসল।
এমন উদ্যোগে চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ইউনিয়নবাসী। এক সপ্তাহের মধ্যেই ক্যামেরা সংযোজনের কাজ শেষ হবে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠান এইসএম সলিউশনের পরিচালক হামিদুর রহমান।
দুই নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাবু বলেন, ‘ইউনিয়নের মধ্যে অপরাধপ্রবণ এলাকা, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ মোড় বাছাই করা হয়েছে। সেসব স্থানে আগে ৫০টি ক্যামেরা লাগানো হচ্ছে। চলতি মাসের মধ্যে অবশিষ্ট ১৫টি ক্যামেরা লাগিয়ে পুরো ইউনিয়নকে সিসি টিভির আওতায় নিয়ে আসা হবে।’
চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান আবদুল হাফিজ তপন বলেন, ‘একদিকে ইউনিয়নকে ডিজিটালে রূপ দেওয়া, অপরদিকে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করার জন্য ৯টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ও রাস্তার মোড়ে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছি।’
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে অপরাধ নিয়ন্ত্রণে লাগানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। গত মঙ্গলবার সকাল থেকেই ইউনিয়নের ৯ ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানে শুরু হয়েছে ক্যামেরা সংযোজনের কাজ।
ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ৬৫টিরও বেশি সিসি ক্যামেরা সংযোজনের কাজ চলছে। ইউপি চেয়ারম্যান আবদুল হাফিজ তপনের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে চাঁদগ্রাম ইউনিয়নে এসব ক্যামেরা লাগানোর কাজ চলছে।
জানা গেছে, প্রথম ধাপে ৫০টি ক্যামেরা ৩০টি স্থানে বসানো হচ্ছে। দ্বিতীয় ধাপে বাকি ক্যামেরা সংযোজন করা হবে। এ কাজ সম্পন্ন করতে ব্যয় হবে আনুমানিক ১৩ লাখ টাকা। সব ব্যয় চেয়ারম্যান আবদুল হাফিজ তপন নিজ অর্থায়নে করছেন। জেলার মধ্যে প্রথম চাঁদগ্রাম ইউনিয়ন সিসিটিভি ক্যামেরার আওতায় আসল।
এমন উদ্যোগে চেয়ারম্যানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ইউনিয়নবাসী। এক সপ্তাহের মধ্যেই ক্যামেরা সংযোজনের কাজ শেষ হবে বলে জানান ঠিকাদারি প্রতিষ্ঠান এইসএম সলিউশনের পরিচালক হামিদুর রহমান।
দুই নম্বর ওয়ার্ডের সদস্য মো. বাবু বলেন, ‘ইউনিয়নের মধ্যে অপরাধপ্রবণ এলাকা, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ মোড় বাছাই করা হয়েছে। সেসব স্থানে আগে ৫০টি ক্যামেরা লাগানো হচ্ছে। চলতি মাসের মধ্যে অবশিষ্ট ১৫টি ক্যামেরা লাগিয়ে পুরো ইউনিয়নকে সিসি টিভির আওতায় নিয়ে আসা হবে।’
চাঁদগ্রাম ইউপি চেয়ারম্যান আবদুল হাফিজ তপন বলেন, ‘একদিকে ইউনিয়নকে ডিজিটালে রূপ দেওয়া, অপরদিকে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করার জন্য ৯টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ও রাস্তার মোড়ে সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করেছি।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫