Ajker Patrika

প্রেতাত্মাদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৫: ১৬
প্রেতাত্মাদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, পাকিস্তানি দোসররা আজও বাংলাদেশে বিচরণ করছে। তাদের প্রেতাত্মাদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে।

গতকাল বৃহস্পতিবার মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রৌমারী কেন্দ্রীয় শহীদ মিনারে ও রৌমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও পরে রৌমারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা শেষে তিনি এসব কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, তারা ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টায় মেতে উঠেছে। আজকের সোনামনিরা আগামী দিনে রাষ্ট্রের কর্ণধার।

প্যারেডে অংশগ্রহণ করা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রতিমন্ত্রী বলেন, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে কেউ রাজনীতিবিদ, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ারসহ রাষ্ট্রর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলেই জাতির জনক বঙ্গবন্ধুর আত্মা শান্তি পাবে।

এ সময় উপস্থিত ছিলেন-রৌমারী উপজেলা চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান, রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহিন, উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি সুরাইয়া পারভীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও বন্দবেড় ইউপি চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত