Ajker Patrika

জেলা, মহানগরে আজ বিএনপির অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জেলা, মহানগরে আজ বিএনপির অবস্থান কর্মসূচি

পূর্বঘোষণা অনুযায়ী আজ শনিবার সারা দেশের জেলা ও মহানগরে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বিএনপির পাশাপাশি দলটির সমমনা জোট ও দলগুলোও যুগপৎ আন্দোলনের এই কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন।

শায়রুল কবির খান জানান, বেলা সাড়ে ১১টা থেকে বিজয়নগরে অবস্থান করবে ১২ দলীয় জোট। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে অবস্থান নেবে লেবার পার্টি এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি পল্টন মোড়ে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করবে। এ ছাড়া বেলা ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদ, কারওয়ান বাজার কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন সড়কে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত মতিঝিলে কেন্দ্রীয় কার্যালয়সংলগ্ন সড়কে অবস্থান কর্মসূচি পালন করবে গণফোরাম।

গত ২৪ মার্চ রাজধানীর লেডিস ক্লাবে এক ইফতার মাহফিল থেকে রমজানেও কর্মসূচি চলমান রাখার ঘোষণা আসে বিএনপির পক্ষ থেকে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন কর্মসূচির ঘোষণা দেন। রমজানে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার কথা না থাকলেও দেশের বর্তমান পরিস্থিতিতে বাধ্য হয়ে এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত