Ajker Patrika

বাধা ঠেলেই এগোতে হবে

পীরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১৮: ০৩
বাধা ঠেলেই এগোতে হবে

সরকার দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে যথেষ্ট চেষ্টা করছে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

গতকাল বৃহস্পতিবার বিকেলে পীরগঞ্জ উপজেলা মিলনায়তনে নিজের নির্বাচনী এলাকার বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় সভায় স্পিকার এ কথা বলেন।

কোনো মানুষ যেন না খেয়ে কষ্ট না পায়-প্রধানমন্ত্রীর এই বক্তব্য উদ্ধৃত করে স্পিকার বলেন, ‘অর্থনীতির চাকা কীভাবে সচল রেখে করোনার মতো মহামারি মোকাবিলা করা যায়, সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। জীবন চলতে থাকে, থেমে থাকে না। জীবন চলমান, সমস্যা থাকবেই। এরই মাঝে আমাদের কাজ করতে হবে।’

মহামারি করোনাভাইরাস মোকাবিলা করতে সরকার সক্ষম হয়েছে বলে দাবি করেন স্পিকার।

পীরগঞ্জের সাংসদ শিরীন শারমিন বলেন, ‘অবকাঠামোর ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকারের উন্নয়নমূলক স্থাপনাগুলো যাতে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, সেদিকে লক্ষ্য রাখতে হবে।’

স্পিকার পরে বিভিন্ন মানুষের সমস্যার কথা শোনেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙ্গার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল মিলন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য খলিলুর রহমান মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন, মকবুল হোসেন সর্দার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিয়ার রহমান মাস্টার, সেচ্ছাসেবক লীগের সভাপতি এ জেড এম সেকেন্দার আলী, শ্রমিক লীগের শাহীন মিয়াসহ দলীয় নেতা–কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত