Ajker Patrika

দোহারে মোবাইল ফোনের দোকানে চুরি

দোহার প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৬: ৩৭
দোহারে মোবাইল ফোনের দোকানে চুরি

দোহারের জয়পাড়া পূর্ব বাজারের অথৈই টেলিকমে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯টার পর কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দোকান মালিক জামাল হোসেন। তাঁর দাবি, এতে তাঁর ২০ থেকে ৩০ লাখ টাকার মালামাল খোয়া গেছে।

জানা যায়, প্রতিদিনের মতোই মঙ্গলবার রাতে ৯টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান জামাল হোসেন। বুধবার সকালে এসে তিনি দেখতে পান দোকানে নতুন তালা ঝোলানো। পরে তিনি পুলিশকে ফোন দেন। পুলিশ এসে তালা ভেঙে দেখতে পায় জামালের দোকানে চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী জামাল বলেন, এ ঘটনায় তাঁর প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকার মালামাল ও নগদ ৫০ হাজার টাকা খোয়া গেছে। পাশের মার্কেটে সিসিটিভি ক্যামেরা থাকলেও ফুটেজ ঘোলা থাকায় চোরদের চিহ্নিত করা যায়নি। সে সিসিটিভি ফুটেজ আইটি এক্সপার্টদের কাছে নিয়ে গেলে তাঁরা সিসিটিভি ক্যামেরায় সমস্যা থাকার কারণে ভিডিও আসেনি বলে উল্লেখ করেন।

জয়পাড়া বাজার সমিতির সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন বলেন, ‘আমি এখন চিকিৎসার জন্য ঢাকায় আছি। দোহারে এসে পুরো ব্যাপারটা জেনে আমি মন্তব্য করতে পারব।

দোহার থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম শেখ বলেন, ‘দোহান মালিক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। আমরা অতি দ্রুত অপরাধীদের আটকের চেষ্টা চালাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত