Ajker Patrika

ঢাকা-আরিচা মহাসড়কে রুট পারমিট ছাড়া চলছে বাস, বাড়ছে দুর্ঘটনা

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)
আপডেট : ১৩ আগস্ট ২০২২, ০৮: ৩৯
ঢাকা-আরিচা মহাসড়কে রুট পারমিট ছাড়া চলছে বাস, বাড়ছে দুর্ঘটনা

ঢাকা-আরিচা মহাসড়কে রুট পারমিট ছাড়াই চলছে যাত্রীবাহী যানবাহন। বিভিন্ন কোম্পানির নাম দিয়ে এসব যানবাহনের সংখ্যা দিন দিন বেড়েই চলছে মহাসড়কে। অতিরিক্ত যানবাহনের চাপ ও প্রতিযোগিতা করে চলাচলের কারণে মহাসড়কে ঘটছে দুর্ঘটনা।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কে গাবতলী, সায়েদাবাদ ও গুলিস্তান থেকে বিভিন্ন নামে মানিকগঞ্জ ও পাটুরিয়া ঘাটে যানবাহন চলাচল করে। এর মধ্যে গাবতলী থেকে পাটুরিয়া পর্যন্ত চলাচল করা যানবাহনগুলোর মধ্যে ২১৬টি সেলফি পরিবহন, ৩২টি দ্রুতগতি পদ্মা পরিবহন ও ৩০টি যাত্রীসেবা পরিবহনের। চিটাগাং রোড থেকে পাটুরিয়া পর্যন্ত নীলাচল পরিবহনের ৭০টি বাস চলে। গুলিস্তান থেকে মানিকগঞ্জ ও পাটুরিয়া পর্যন্ত শুভযাত্রার ৬০টি ও এসি লিংকের ১২টি বাস চলে। পাটুরিয়া থেকে নবীনগর পর্যন্ত চলাচল করে উনিশে পরিবহনের ১৫টি বাস। খোঁজ নিয়ে জানা গেছে, সেলফি পরিবহনের রুট পারমিট রয়েছে ৬৫টির, নীলাচল পরিবহনের ৭০টির, শুভযাত্রার ৬০টির। বাকি অন্য কোনো পরিবহনের রুট পারমিট নেই। পারমিট ছাড়াই চলাচল করছে সেলফি পরিবহনের দেড় শতাধিক যানবাহন, পদ্মা পরিবহনের ৪০টি, উনিশে পরিবহনের ১৫টি ও স্বপ্ন পরিবহনের ২০০ যানবাহন।

অপর দিকে বিভিন্ন পরিবহনচালক ও মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, যেসব যাত্রীবাহী যানবাহনের রুট পারমিট নেই, তারা মালিক সমিতি, শ্রমিক সমিতি, হাইওয়ে থানা ও ট্রাফিক পুলিশকে ম্যানেজ করে চলাচল করছেন।

কথা হলে মানিকগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম স্বীকার করেন, ঢাকা থেকে মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া ঘাটে যেসব পরিবহনে যাত্রী নেওয়া হচ্ছে, তাদের অধিকাংশ পরিবহনের রুট পারমিট নেই।

সেলফি পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক জালাল উদ্দিন জানান, বর্তমানে তাঁদের গাড়ি গড়ে চলাচল করে ১৭০টি। গাবতলী থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত ৬৫টির রুট পারমিট রয়েছে।

নীলাচল পরিবহনের মানিকগঞ্জ ইনচার্জ চন্ডি চক্রবর্তী বলেন, চিটাগাং রোড থেকে পাটুরিয়া পর্যন্ত ৭০টি গাড়ির রুট পারমিট রয়েছে।

পদ্মা পরিবহনের মানিকগঞ্জ চেকিংম্যান রফিকুল ইসলাম বলেন, বর্তমানে তাদের ৩২টি বাস চলাচল করছে। রুট পারমিট আছে কি না, তা তাঁর জানা নেই।

মানিকগঞ্জ বিআরটিএ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, তাঁদের কাছে সঠিক তথ্য নেই কতটি যাত্রীবাহী যানবাহন রুট পারমিট নিয়ে ঢাকা থেকে পাটুরিয়া পর্যন্ত চলাচল করে। বরংগাইল হাইওয়ের ওসি জাকির হোসেন বলেন, অভিযান পরিচালনার সময় যদি কোনো যানবাহনের রুট পারমিট না থাকে, তবে সেই গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়।

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ জানান, রুট পারমিট ছাড়া যাত্রীবাহী গাড়ি রাস্তা নামানোর কথা নয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রুট পারমিটহীন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত