Ajker Patrika

শ্রীপুরে মনোনয়নপত্র জমা দিলেন ৫৩ জন

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১১: ০৩
শ্রীপুরে মনোনয়নপত্র জমা দিলেন  ৫৩ জন

আসন্ন পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গাজীপুরের শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়নে চেয়ারম্যান পদে গতকাল সোমবার ১০ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ ছাড়া আট ইউপিতে সাধারণ ও সংরক্ষিত সদস্য মিলিয়ে ৪৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আল নোমান বলেন, ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য মিলিয়ে আটটি ইউনিয়নে প্রায় ৩০০ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত কোনো চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে গাজীপুর শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আট ইউপিতে ইতিমধ্যে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।

উল্লেখ্য, উপজেলায় আটটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫০ হাজার ২১৪ জন, নারী ভোটার ১ লাখ ৪৯ হাজার ৮৯৮ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত