Ajker Patrika

শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া আদায়ের দাবি

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৫: ৫৩
শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া আদায়ের দাবি

ঢাকা-আরিচা মহাসড়কে চলাচল করা গণপরিবহনে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া আদায়ের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। গতকাল গতকাল বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ফেরি ঘাট এলাকায় এ কর্মসূচি পালন করে তারা। এর আয়োজন করে ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা শাখা। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ছাত্র ইউনিয়ন মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এম আর লিটনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক রাসেল আহম্মদের সঞ্চালনায় মানববন্ধনে ছাত্র ইউনিয়ন নেতা রাহুল সরকার, রুমা আক্তার, সৈয়দা সারমিন আক্তার সম্পা প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা, ঢাকা-আরিচা মহাসড়কে চলাচল করা গণপরিবহনে শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া আদায়ের জন্য স্থানীয় প্রশাসনসহ পরিবহন মালিকদের প্রতি অনুরোধ জানান। শিক্ষার্থীদের এমন যৌক্তিক দাবি পূরণে কালক্ষেপণ করা হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত