Ajker Patrika

সাবেক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বটিয়াঘাটা প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৭: ৪৭
সাবেক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বটিয়াঘাটায় সাবেক এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মহাম্মদ নগর এলাকার বাসিন্দা আসলাম খান মিলন। গত বৃহস্পতিবার বটিয়াঘাটা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনে আয়োজন করেন মিলন।

সংবাদ সম্মেলনে মিলন দাবি করেন, ক্রয়সূত্রে উপজেলার কৃষ্ণনগর মৌজায় এক কাঠা পরিমাণ জমির প্রকৃত মালিক তিনি। জমির দলিল ও সংশ্লিষ্ট সব কাগজপত্রে তাঁর মালিকানার প্রমাণ রয়েছে। কিন্তু মালিকানা সংক্রান্ত কোনো কাগজপত্র ছাড়াই শুধুমাত্র স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি এবং দুর্বৃত্তের সহায়তায় গত বছর জমিটি দখল করেন মো. নূর ইসলাম নামের সাবেক ওই ব্যাংক কর্মকর্তা।

মিলন আরও জানান, তিনি নিয়মিত ওই জমির খাজনা পরিশোধ করেছেন। ওই জমিতে তাঁর একটি ওয়ার্কশপও ছিল। ওয়ার্কশপে তাঁর নিজের নামে বৈদ্যুতিক সংযোগ এবং ওয়ার্কশপের ট্রেড লাইসেন্স রয়েছে। এর আগে জমিটি মর্টগেজ রেখে তিনি ব্যাংক থেকে লোনও নিয়েছিলেন। শান্তিপূর্ণভাবেই সেখানে ওয়ার্কশপটি চালিয়ে আসছিলেন মিলন। কিন্তু অর্থ ও লোকবল প্রয়োগ করে নূর ইসলাম ওই জমি থেকে জোর করে তাঁকে উচ্ছেদ করে জমিটি অবৈধভাবে দখল করে নেন। এ বিষয়ে আসলাম মিলন গত বছরের ৩০ জুন লবণচরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকেও বিষয়টি লিখিতভাবে জানান। বর্তমানে অবৈধভাবে তাঁর ওই জমিতে স্থাপনা নির্মাণ করেছেন সাবেক ওই ব্যাংক কর্মকর্তা।

সংবাদ সম্মেলন থেকে মিলন তাঁর জমি ফিরে পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত ব্যাংক কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কল ধরেননি।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় বলেন, ‘সাবেক এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত