Ajker Patrika

এনজিও ফাউন্ডেশন দিবসে সভা

নড়াইল প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৮: ১৮
এনজিও ফাউন্ডেশন দিবসে সভা

নড়াইলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস উদ্‌যাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নড়াইল জেলা সমাজ সেবা কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সমাজ সেবা কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় স্বাবলম্বীর নির্বাহী পরিচালক কাজী হাফিজুর রহমানের সভাপতিত্বে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক শেখ খলিল আল রশিদ, বিশেষ অতিথি নড়াইল শহর সমাজ সেবা অফিসার সুজা উদ্দীন।

অন্যান্যর মধ্যে বক্তব্য দেন আশার আলোর নির্বাহী পরিচালক আফরোজা খানম, রিজডোর সভাপতি রওশন আলী, নবান্নের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম তুহিন, নোভার নির্বাহী পরিচালক সুবীর কুমার বোস, দীপ্ত সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক শরীফ তুকরোল আমীন, আলোর দিশা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহানারা পারভীন, আস্থার নির্বাহী পরিচালক স্বপন রায় প্রমুখ।

স্বাবলম্বীর পরিচালক কাজী হাফিজুর রহমান বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অংশীদার হয়ে বেসরকারি সংগঠনগুলি কাজ করে যাবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশা করি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত