Ajker Patrika

মালিকহীন ঘোড়া নিয়ে দুশ্চিন্তা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৫: ১৯
মালিকহীন ঘোড়া নিয়ে দুশ্চিন্তা

শেরপুরের নালিতাবাড়ীতে একটি ঘোড়া নিয়ে দুশ্চিন্তায় এলাকাবাসী। গত কয়েক দিন ধরে ঘোড়াটি এলাকায় ঘোরাঘুরি করছে। ঘোড়ার মালিক কে তা কেউ জানেন না। কেউ ঘোড়াটির খোঁজ নিতেও আসছেন না।

পৌরশহরের ছিটপাড়া এলাকার চা বিক্রেতা হুরমুজ আলী বলেন, গত কয়েক দিন ধরে তার দোকানের পিছনে ঘোড়াটি উচ্চ শব্দ করছে। মনে হচ্ছে ঘোড়াটি অসুস্থ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, ঘোড়ার মালিককে যেহেতু পাওয়া যাচ্ছে না। ঘোড়ার সমস্যা দেখে আমরা চিকিৎসা দেওয়া ব্যবস্থা করব।

উপজেলার ছিটপাড়া এলাকায় পুরাতন কলেজ মাঠে গতকাল রোববার দুপুরে গিয়ে দেখা যায়, স্থানীয় লোকজন ঘোড়াটিকে দেখতে ভিড় করছেন। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন বিকেলে এই মাঠে এলাকার বাচ্চারা খেলাধুলা করে। তবে ঘোড়াটি এই মাঠে অবস্থান করায় বাচ্চারা খেলতে পারছে না। বাচ্চারা এই মাঠে আসতেও ভয় পাচ্ছে। ঘোড়াটির মালিকের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাছাড়া ঘোড়াটি অসুস্থ থাকায় এলাকাবাসীর জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঘোড়াটির ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এলাকাবাসী।

শিক্ষার্থী আবু সায়েম বলেন, বিকেল বেলায় এই মাঠা আমরা খেলাধুলা করতাম। কিন্তু মাঠে ঘোড়াটি অবস্থান করায় খেলতেও পারছি না। অনেক বন্ধুরা তো ভয়েই মাঠে আসছে না।

স্থানীয় বাসিন্দা আহসান হাবিব সাগর বলেন, ঘোড়াটি অসুস্থ অবস্থায় কয়েক দিন যাবৎ এই মাঠে রয়েছে। কখনো সামনের রাস্তায় ঘোরাফেরা করে। তবে শনিবার সন্ধ্যার পরও ঘোড়াটি মাঠে শুয়ে কাতরাচ্ছিল। ঘোড়াটিকে তাঁর মালিকের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন।

পৌরসভার প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলু বলেন, অসুস্থ ঘোড়াটির বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তাকে জানানো হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, ঘোড়ার যেহেতু মালিককে পাওয়া যাচ্ছে না। বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেলাম। ওখানে আমাদের লোক পাঠিয়ে ঘোড়ার সমস্যা দেখে চিকিৎসার ব্যবস্থা করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত