গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুর বাসস্ট্যান্ড থেকে নয়াবাজার বিশ্বরোড পর্যন্ত সড়ক সম্প্রসারণকাজ শেষ হয়েছে চলতি বছরের জুলাইয়ে। কিন্তু দুই মাসেই ভেঙে পড়েছে রাস্তা। উঠে যাচ্ছে কার্পেটিং। প্রায় পাঁচ কিলোমিটারের এই সড়কের কোথাও কোথাও ফাটলও দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ভেঙেছে ধারাবারিষা ইউনিয়নের পাঁচশিষা মসজিদের কাছে। সেখানে ঘটছে দুর্ঘটনাও।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর দাবি, নির্মিত সড়কের পাশের পুকুরে বিদেশি মাছ চাষ করা হয়েছে। এ ছাড়া মাটির নিচে গর্ত হওয়ায় এমনটা হতে পারে। নাটোর স্থানীয় সরকার প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের অক্টোবর মাসে গুরুদাসপুর-নয়াবাজার সড়কের কাজটি শুরু হয়। বাসস্ট্যান্ড থেকে নয়াবাজার বিশ্বরোজ অভিমুখে ৪ দশমিক ৮৬০ কিলোমিটার রাস্তা মেরামতের কাজটি করছে সরকার কনস্ট্রাকশন নামের নাটোরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই সড়কে কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল ৩ কোটি ৪২ লাখ ৬৩ হাজার ৭৬০ টাকা। ২০২২ সালের জুলাইয়ে কাজটি বুঝে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের শুরু থেকেই বিভিন্ন ধরনের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।
গত মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, গুরুদাসপুর বাসস্ট্যান্ড থেকে নয়াবাজার যাওয়ার পথে ধারাবারিষা ইউনিয়নের পাঁচশিষা গ্রামের মসজিদের পাশে পাকা সড়কের এক পাশ ধসে গেছে। এ ছাড়া পৌর সদরের অদূরে সেতু এলাকা থেকে নয়াবাজার পর্যন্ত একাধিক স্থানে ফাটল ধরেছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুরুতে সড়ক সম্প্রসারণকাজের শর্ত ভঙ্গ করেন ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। নিম্নমানের সামগ্রী ব্যবহার, সড়কের পাশে গর্ত খুঁড়ে মাটি তোলা, রাস্তার পাশের বাড়ির উঠান থেকে মাটি কেটে সড়ক সম্প্রসারণের কাজ করার অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। বছর না পেরোতেই সড়ক বেহালে স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় বাসিন্দাদের মনে।
ওই সড়কের ওপর দিয়ে যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করেন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন সরকার। তিনি অভিযোগ করে বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন ব্যাটারিচালিত অটোভ্যান, অটোরিকশা, ট্রাক, বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। প্রত্যন্ত এই অঞ্চলের প্রায় দুই হাজার মানুষ বিভিন্ন ধরনের যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বছর না পেরোতেই সড়কের যে অবস্থা হয়েছে, তা খুবই দুঃখজনক।
স্থানীয় বাসিন্দা মো. আলমাস আলী বলেন, গত সোমবার তিনি অটোরিকশায় নয়াবাজার বিশ্বরোড থেকে গুরুদাসপুরে যাচ্ছিলেন। পথে পাঁচশিসা মসজিদের বাঁকে অটোরিকশাটি উল্টে যায়। তিনি অটোরিকশা থেকে বের হয়ে দেখতে পান, রাস্তা ফেটে যাওয়ার কারণে অটোরিকশা উল্টে গেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরকার কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী সুজিত সরকার বলেন, নির্মিত সড়ক ধসে যাওয়ার কথা নয়। সাইডের পুকুরে সম্ভবত বিদেশি মাছ চাষ করা হয়েছে। এ ছাড়া মাটির নিচে গর্ত হয়ে যাওয়ার কারণে এমনটা হতে পারে। ধসে যাওয়ার ব্যাপারে খোঁজ নেওয়া হবে।
স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী মো. মিলন মিয়া বলেন, সড়ক ভেঙে যাওয়ার বিষয়টি তিনি জেনেছেন। ইতিমধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলে সড়ক মেরামতের কার্যক্রম শুরু করতে বলা হয়েছে।
নাটোরের গুরুদাসপুর বাসস্ট্যান্ড থেকে নয়াবাজার বিশ্বরোড পর্যন্ত সড়ক সম্প্রসারণকাজ শেষ হয়েছে চলতি বছরের জুলাইয়ে। কিন্তু দুই মাসেই ভেঙে পড়েছে রাস্তা। উঠে যাচ্ছে কার্পেটিং। প্রায় পাঁচ কিলোমিটারের এই সড়কের কোথাও কোথাও ফাটলও দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ভেঙেছে ধারাবারিষা ইউনিয়নের পাঁচশিষা মসজিদের কাছে। সেখানে ঘটছে দুর্ঘটনাও।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর দাবি, নির্মিত সড়কের পাশের পুকুরে বিদেশি মাছ চাষ করা হয়েছে। এ ছাড়া মাটির নিচে গর্ত হওয়ায় এমনটা হতে পারে। নাটোর স্থানীয় সরকার প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের অক্টোবর মাসে গুরুদাসপুর-নয়াবাজার সড়কের কাজটি শুরু হয়। বাসস্ট্যান্ড থেকে নয়াবাজার বিশ্বরোজ অভিমুখে ৪ দশমিক ৮৬০ কিলোমিটার রাস্তা মেরামতের কাজটি করছে সরকার কনস্ট্রাকশন নামের নাটোরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এই সড়কে কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল ৩ কোটি ৪২ লাখ ৬৩ হাজার ৭৬০ টাকা। ২০২২ সালের জুলাইয়ে কাজটি বুঝে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। কাজের শুরু থেকেই বিভিন্ন ধরনের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।
গত মঙ্গলবার সকালে সরেজমিনে দেখা গেছে, গুরুদাসপুর বাসস্ট্যান্ড থেকে নয়াবাজার যাওয়ার পথে ধারাবারিষা ইউনিয়নের পাঁচশিষা গ্রামের মসজিদের পাশে পাকা সড়কের এক পাশ ধসে গেছে। এ ছাড়া পৌর সদরের অদূরে সেতু এলাকা থেকে নয়াবাজার পর্যন্ত একাধিক স্থানে ফাটল ধরেছে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুরুতে সড়ক সম্প্রসারণকাজের শর্ত ভঙ্গ করেন ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। নিম্নমানের সামগ্রী ব্যবহার, সড়কের পাশে গর্ত খুঁড়ে মাটি তোলা, রাস্তার পাশের বাড়ির উঠান থেকে মাটি কেটে সড়ক সম্প্রসারণের কাজ করার অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। বছর না পেরোতেই সড়ক বেহালে স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয় বাসিন্দাদের মনে।
ওই সড়কের ওপর দিয়ে যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করেন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন সরকার। তিনি অভিযোগ করে বলেন, এই সড়ক দিয়ে প্রতিদিন ব্যাটারিচালিত অটোভ্যান, অটোরিকশা, ট্রাক, বাস, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। প্রত্যন্ত এই অঞ্চলের প্রায় দুই হাজার মানুষ বিভিন্ন ধরনের যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করেন। বছর না পেরোতেই সড়কের যে অবস্থা হয়েছে, তা খুবই দুঃখজনক।
স্থানীয় বাসিন্দা মো. আলমাস আলী বলেন, গত সোমবার তিনি অটোরিকশায় নয়াবাজার বিশ্বরোড থেকে গুরুদাসপুরে যাচ্ছিলেন। পথে পাঁচশিসা মসজিদের বাঁকে অটোরিকশাটি উল্টে যায়। তিনি অটোরিকশা থেকে বের হয়ে দেখতে পান, রাস্তা ফেটে যাওয়ার কারণে অটোরিকশা উল্টে গেছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরকার কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী সুজিত সরকার বলেন, নির্মিত সড়ক ধসে যাওয়ার কথা নয়। সাইডের পুকুরে সম্ভবত বিদেশি মাছ চাষ করা হয়েছে। এ ছাড়া মাটির নিচে গর্ত হয়ে যাওয়ার কারণে এমনটা হতে পারে। ধসে যাওয়ার ব্যাপারে খোঁজ নেওয়া হবে।
স্থানীয় সরকার বিভাগের উপজেলা প্রকৌশলী মো. মিলন মিয়া বলেন, সড়ক ভেঙে যাওয়ার বিষয়টি তিনি জেনেছেন। ইতিমধ্যেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলে সড়ক মেরামতের কার্যক্রম শুরু করতে বলা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪