Ajker Patrika

নড়াইলে আবার চিত্রা নদীর ভাঙন

নড়াইল প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৩: ৩১
নড়াইলে আবার চিত্রা নদীর ভাঙন

নড়াইল শহরের রূপগঞ্জ বাজারের পাশে চিত্রা নদীর আবার ভাঙতে শুরু করেছে। ভাঙনে রূপগঞ্জ এলাকায় বেশ কিছু এলাকা ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। এ ছাড়া আশেপাশের এলাকায় ফাটল দেখা দিয়েছে। নদীর তীরবর্তী প্রায় ৩০টি বাড়ি ভাঙনের মুখে রয়েছে।

জানা গেছে, গত বুধবার দুপুর থেকে শহরের রূপগঞ্জ নাট্য সংস্থা ও মিতালি সংঘের পাশে প্রায় ১০০ গজ এলাকায় মেহগনি, রেইনট্রি, আমসহ ১০টি গাছ নদী গর্ভে বিলীন হয়। এর এক মাস আগে এ স্থানের ৫০০ মিটার উত্তরে নড়াইল ভিক্টোরিয়া কলেজের পাশে নির্মিত হওয়া মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভের পূর্ব পাশে এবং বিনাপানি বিশ্বাসের বাড়ির বেশ কিছু জায়গা নদীতে বিলীন হয়েছে। গত ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারি বিনাপানি ও ভিক্টোরিয়া কলেজের ২টি ঘর ও ২০টি গাছ নদী গর্ভে বিলীন হয়।

নড়াইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কল্যাণ মুখার্জি জানান, নদীর পূর্ব প্রান্তে কয়েক শ মিটার জুড়ে নতুন চর তৈরি হওয়ায় নদীর পানি প্রবাহ পশ্চিম প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এ প্রান্তে পানির চাপ বেশি থাকায় বিভিন্ন সময়ে নদী ভাঙনের সৃষ্টি হচ্ছে। পূর্ব প্রান্তে সৃষ্টি হওয়া চর না কাটলে পশ্চিম প্রান্তের ভাঙন ঠেকানো সম্ভব হবে না।

নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থলে আসি এবং নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি-বিন-মুর্তজা ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে জানাই। দ্রুত এই ভাঙন রোধ করতে না পারলে প্রায় ৩০টি বাড়িসহ গোটা শহর হুমকির মুখে পড়বে।

এ ব্যাপারে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী সুমন সিকদার বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে তাৎক্ষণিকভাবে কয়েক হাজার হাজার জিও ব্যাগ ফেলে আপাতত ভাঙন বন্ধ করতে হবে। আশা করছি খুব দ্রুত কাজ শুরু হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত