Ajker Patrika

ওয়ার্ল্ড ভিশনের সুবর্ণজয়ন্তী পালন

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৩: ০৮
ওয়ার্ল্ড ভিশনের সুবর্ণজয়ন্তী পালন

বাংলাদেশের সকল শিশুর জন্য আশা ও ন্যায্যতার স্বর্ণালি ৫০ বছর উপলক্ষে পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছরের সুবর্ণজয়ন্তী পালন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশনের ৫০ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। এ সময় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পিরোজপুর এডিপি।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহম্মেদ। ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের এরিয়া ম্যানেজার মিল্টন সিংয়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুজ্জামান মিলু, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসরাতুন্নেছা এশা, প্রোগ্রাম অফিসার বিপ্লব আইজ্যাক সরদার, প্রোগ্রাম অফিসার পলিন সরদার প্রমুখ।

PhotoCelebratingbirthdayবক্তারা বলেন, বাংলাদেশের ক্রান্তিলগ্নে ওয়ার্ল্ড ভিশন এ দেশের মানুষের জন্য কাজ করেছে। ২০০৭ সালে সিডরের পর থেকে পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশন হতদরিদ্র শিশুদের নিয়ে কাজ করে আসছে। দেশ গঠনে ওয়ার্ল্ড ভিশন নীরবে কাজ করে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত