Ajker Patrika

তেল পরিমাপে কারচুপি ব্যবসায়ীকে জরিমানা

নওগাঁ প্রতিনিধি
আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৮: ২৮
তেল পরিমাপে কারচুপি ব্যবসায়ীকে জরিমানা

নওগাঁ শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে একটি পেট্রলপাম্পে তেল কারচুপির প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় পরিমাণে তেল কম দেওয়ার দায়ে ওই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল সোমবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.শামীম হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। শহরের বাইপাস এলাকার অভিযানে গিয়ে সাফিন ফিলিং স্টেশন নামের ওই পেট্রলপাম্পে তেল কম দেওয়ার প্রমাণ তিনি।

নওগাঁ ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওই ফিলিং স্টেশনে পেট্রল বা ডিজেল বিক্রির সময় পরিমাপে গ্রাহকদের কম দেওয়া হয় এবং তেলে ভেজাল মেশানো হয় বলে বিভিন্ন মাধ্যমে জানতে পারে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযোগের পরিপ্রেক্ষিতে হঠাৎ গতকাল সোমবার দুপুরে ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, তিনটি পরিমাপক যন্ত্রে যথাক্রমে প্রতি ৫ লিটার তেলে ১৭০ থেকে ২২০ মিলি তেল কম দেওয়া হচ্ছে। তাই প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক মো.শামীম হোসেন বলেন, সাফিন ফিলিং স্টেশন নামের ওই পাম্পে প্রতি ৫ লিটার ডিজেল, পেট্রল ও অকটেনে ১৭০ মিলিলিটার থেকে ২২০ মিলিলিটার পর্যন্ত তেল কম দিত। অভিযান চালিয়ে পাম্প কর্তৃপক্ষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে ওই এলাকায় আরও একটি পেট্রলপাম্পে অভিযান পরিচালনা করা হয়। তবে সেখানে তেল কারচুপির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত