হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। রোজার ঈদ সামনে রেখে কেনাকাটা বেড়ে যাওয়ায় তা আরও বেড়ে গেছে। এই যানজটের প্রধান কারণ হিসেবে বাজারের দুই পাশে গড়ে ওঠা মার্কেটগুলোতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকাকে দায়ী করা হচ্ছে।
একাধিক সূত্রে কথা বলে জানা গেছে, বিভিন্ন মার্কেটের ক্রেতাসাধারণ সড়কের ওপর গাড়ি রেখে কেনাকাটা করছেন। তাতে যানজট আরও দীর্ঘ হচ্ছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ হিমশিম খাচ্ছে।
হাজীগঞ্জ ট্রাফিক পুলিশের তথ্যমতে, হাজীগঞ্জ বাজারে বিশ্বরোড, ডিগ্রি কলেজ, মডেল কলেজ, আমিন রোডসহ গুরুত্বপূর্ণ স্থানে যে পরিমাণ ট্রাফিক পুলিশ প্রয়োজন, সেই পরিমাণ জনবল নেই। বর্তমানে ট্রাফিক পুলিশে আটজন কনস্টেবল, এটিএসআই, টিআইসহ মাত্র ১০ জন কাজ করছেন। গত কয়েক দিনে ঈদ মার্কেটকে কেন্দ্র করে যানবাহনের চাপ বেড়েছে।
ঈদকে কেন্দ্র করে হাজীগঞ্জ পৌরসভা ও বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কিছু স্বেচ্ছাসেবী দল কাজ করলেও যানজট নিরসন ব্যর্থ হচ্ছে।
অনেকে মনে করছেন, হাজীগঞ্জ বাজারের যানজটের জন্য সবচেয়ে দায়ী দুই পাশের বড় বড় মার্কেটের সামনে কোনো পার্কিং ব্যবস্থা না থাকা। এসব মার্কেটের ক্রেতা-বিক্রেতাদের গাড়ি সড়কের পাশে রেখে অনেকে কেনাকাটা করছেন। সেই সঙ্গে মার্কেটের সামনের দোকানদার অর্থের বিনিময়ে হকার বসিয়ে যানজটের সৃষ্টির করছেন।
হাজীগঞ্জ বাজারের মার্কেটের চিত্র ঘুরে দেখা যায়, পশ্চিম বাজারের রাফা টাওয়ার, শেখ সিটি মার্কেট, কাতার কানাডা টাওয়ার, মফিজউদ্দিন শেখ মার্কেট, পপুলার হাসপাতাল অ্যান্ড মেডিসিন কর্নার, পৌর বিপণি বিতান, গাউছিয়া মার্কেট, রয়্যাল সুপার মার্কেট,
মকিমউদ্দিন শপিং কমপ্লেক্স, হাজীগঞ্জ টাওয়ার মার্কেট, পৌর সুপার মার্কেটসহ ছোট বড় প্রায় অর্ধশত মার্কেট গড়ে উঠেছে। তাদের মধ্যে শেখ সিটি, কাতার কানাডা ও মকিমউদ্দিন শপিং কমপ্লেক্স এর নিচে পার্কিং ব্যবস্থা রাখলেও সেখানে গড়ে উঠেছে বিভিন্ন সুপার শপ।
হাজীগঞ্জ রয়্যাল মার্কেটের মালিক হাবিবুর রহমান জীবন বলেন, ‘বিল্ডিং কোড আইন কয়জন মানে। আমরা যারা মার্কেটের মালিক, তাঁদের তেমন ব্যক্তিগত গাড়ি না থাকায় হয়তো পার্কিং ব্যবস্থার কথা মাথায় আসেনি।’
এ বিষয়ে হাজীগঞ্জ থানার টিআই মাহফুজ মিয়া বলেন, দেশের ছোট-বড় শহরে গড়ে ওঠা বহুতল মার্কেটে নিজস্ব পার্কিং ব্যবস্থা থাকলেও হাজীগঞ্জ ব্যতিক্রম। কয়েকটি মার্কেটে গড়ে উঠেছে সুপার শপ। তাদের কাস্টমারের গাড়িগুলো সড়কে ঘণ্টার পর ঘণ্টা অবস্থান নিয়ে থাকে। যে কারণে যানজট আরও বেড়ে যায়।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন বলেন, ‘এ দায় পৌরসভা এড়াতে পারে না। গাড়ি পার্কিং ব্যবস্থা না নিলে পৌরসভা কীভাবে অনুমোদন দেয়?’
হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন বলেন, ‘পৌরসভা থেকে ভবন করার সময় পার্কিংয়ের ব্যবস্থা দেখালেও পরবর্তী সময়ে তা আর মানে না। আমরা ইতিমধ্যে কয়েকটি মার্কেটের মালিককে নোটিশ দিয়েছি। প্রয়োজনে বিল্ডিং কোড আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। যানজট সৃষ্টিতে মার্কেটের সামনের দোকানগুলো প্রধানত দায়ী। দোকানের সামনে হকার বসিয়ে তাদের কাছ থেকে দৈনিক ৩-৪ শ টাকা নেওয়ার অভিযোগ আছে।
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। রোজার ঈদ সামনে রেখে কেনাকাটা বেড়ে যাওয়ায় তা আরও বেড়ে গেছে। এই যানজটের প্রধান কারণ হিসেবে বাজারের দুই পাশে গড়ে ওঠা মার্কেটগুলোতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকাকে দায়ী করা হচ্ছে।
একাধিক সূত্রে কথা বলে জানা গেছে, বিভিন্ন মার্কেটের ক্রেতাসাধারণ সড়কের ওপর গাড়ি রেখে কেনাকাটা করছেন। তাতে যানজট আরও দীর্ঘ হচ্ছে। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ হিমশিম খাচ্ছে।
হাজীগঞ্জ ট্রাফিক পুলিশের তথ্যমতে, হাজীগঞ্জ বাজারে বিশ্বরোড, ডিগ্রি কলেজ, মডেল কলেজ, আমিন রোডসহ গুরুত্বপূর্ণ স্থানে যে পরিমাণ ট্রাফিক পুলিশ প্রয়োজন, সেই পরিমাণ জনবল নেই। বর্তমানে ট্রাফিক পুলিশে আটজন কনস্টেবল, এটিএসআই, টিআইসহ মাত্র ১০ জন কাজ করছেন। গত কয়েক দিনে ঈদ মার্কেটকে কেন্দ্র করে যানবাহনের চাপ বেড়েছে।
ঈদকে কেন্দ্র করে হাজীগঞ্জ পৌরসভা ও বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে কিছু স্বেচ্ছাসেবী দল কাজ করলেও যানজট নিরসন ব্যর্থ হচ্ছে।
অনেকে মনে করছেন, হাজীগঞ্জ বাজারের যানজটের জন্য সবচেয়ে দায়ী দুই পাশের বড় বড় মার্কেটের সামনে কোনো পার্কিং ব্যবস্থা না থাকা। এসব মার্কেটের ক্রেতা-বিক্রেতাদের গাড়ি সড়কের পাশে রেখে অনেকে কেনাকাটা করছেন। সেই সঙ্গে মার্কেটের সামনের দোকানদার অর্থের বিনিময়ে হকার বসিয়ে যানজটের সৃষ্টির করছেন।
হাজীগঞ্জ বাজারের মার্কেটের চিত্র ঘুরে দেখা যায়, পশ্চিম বাজারের রাফা টাওয়ার, শেখ সিটি মার্কেট, কাতার কানাডা টাওয়ার, মফিজউদ্দিন শেখ মার্কেট, পপুলার হাসপাতাল অ্যান্ড মেডিসিন কর্নার, পৌর বিপণি বিতান, গাউছিয়া মার্কেট, রয়্যাল সুপার মার্কেট,
মকিমউদ্দিন শপিং কমপ্লেক্স, হাজীগঞ্জ টাওয়ার মার্কেট, পৌর সুপার মার্কেটসহ ছোট বড় প্রায় অর্ধশত মার্কেট গড়ে উঠেছে। তাদের মধ্যে শেখ সিটি, কাতার কানাডা ও মকিমউদ্দিন শপিং কমপ্লেক্স এর নিচে পার্কিং ব্যবস্থা রাখলেও সেখানে গড়ে উঠেছে বিভিন্ন সুপার শপ।
হাজীগঞ্জ রয়্যাল মার্কেটের মালিক হাবিবুর রহমান জীবন বলেন, ‘বিল্ডিং কোড আইন কয়জন মানে। আমরা যারা মার্কেটের মালিক, তাঁদের তেমন ব্যক্তিগত গাড়ি না থাকায় হয়তো পার্কিং ব্যবস্থার কথা মাথায় আসেনি।’
এ বিষয়ে হাজীগঞ্জ থানার টিআই মাহফুজ মিয়া বলেন, দেশের ছোট-বড় শহরে গড়ে ওঠা বহুতল মার্কেটে নিজস্ব পার্কিং ব্যবস্থা থাকলেও হাজীগঞ্জ ব্যতিক্রম। কয়েকটি মার্কেটে গড়ে উঠেছে সুপার শপ। তাদের কাস্টমারের গাড়িগুলো সড়কে ঘণ্টার পর ঘণ্টা অবস্থান নিয়ে থাকে। যে কারণে যানজট আরও বেড়ে যায়।
হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন বলেন, ‘এ দায় পৌরসভা এড়াতে পারে না। গাড়ি পার্কিং ব্যবস্থা না নিলে পৌরসভা কীভাবে অনুমোদন দেয়?’
হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন বলেন, ‘পৌরসভা থেকে ভবন করার সময় পার্কিংয়ের ব্যবস্থা দেখালেও পরবর্তী সময়ে তা আর মানে না। আমরা ইতিমধ্যে কয়েকটি মার্কেটের মালিককে নোটিশ দিয়েছি। প্রয়োজনে বিল্ডিং কোড আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। যানজট সৃষ্টিতে মার্কেটের সামনের দোকানগুলো প্রধানত দায়ী। দোকানের সামনে হকার বসিয়ে তাদের কাছ থেকে দৈনিক ৩-৪ শ টাকা নেওয়ার অভিযোগ আছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪