Ajker Patrika

৫ সিনেমার গানে ইমরান

৫ সিনেমার গানে ইমরান

বর্তমানে সিনেমার গান মানেই ইমরান মাহমুদুল! হালের বাংলা সিনেমার যত হিট গান পাওয়া গেছে, বেশির ভাগেই আছে ইমরানের কণ্ঠ। প্রাপ্তি হিসেবে এ বছর একই সঙ্গে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী ও সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ব্যস্ত এই কণ্ঠশিল্পীকে পাওয়া গেল নতুন পাঁচটি সিনেমার গানে। গত শুক্রবার মুক্তি পায় সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’ সিনেমা। এই সিনেমায় ‘ভালোবাসি বলা হয়ে যায়’ গানটি গেয়েছেন ইমরান। গানটি লিখেছেন সিনেমার পরিচালক এবং সুর ও সংগীত করেছেন গোলাম রাব্বী সোহাগ। এই গানে ইমরানের সহশিল্পী পূজা।

গতকাল প্রকাশ পেল ইমরান ও কনার গাওয়া নতুন গান ‘তার হাওয়াতে চলে যে ডানা’। দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার এই গানের কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সংগীত করেছেন অম্লান চক্রবর্তী।

দুই দিন আগে প্রকাশ হলো ইমরানের গাওয়া ‘বসন্ত বিকেল’ সিনেমার গান ‘এই পথ যদি শেষ হয়’। সুদীপ কুমার দীপের লেখা গানটি সুর ও সংগীত করেছেন শওকত আলী ইমন। মুক্তি প্রতীক্ষিত রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ সিনেমারও একটি গান রয়েছে প্রকাশের অপেক্ষায়। এই গানটি লিখেছেন রাসেল মাহমুদ, সুর ও সংগীত করেছেন আরাফাত মোহসীন নিধি। গত সপ্তাহে সাইফ চন্দন পরিচালিত ‘ওস্তাদ’ সিনেমার জন্য গেয়েছেন আরও একটি গান। এ গানে ইমরানের সহশিল্পী কনা। সুর ও সংগীত করেছেন আহমেদ হুমায়ূন। এ ছাড়া গত কয়েক দিনে প্রকাশ হয়েছে ‘দেখি যখন মুখটা তোমার’ ও ‘বুঝবি তুই কাঁদবি তুই’ শিরোনামেরও দুই গান।

ইমরান বলেন, ‘সিনেমার গান শুনেই আমি গানের শিল্পী হতে চেয়েছি। সেই সিনেমার গানে এমন ব্যস্ততা আমার জন্য আশীর্বাদ। নতুন নতুন গান মানুষকে উপহার দিতে চাই। গানগুলো প্রকাশের পর শ্রোতাদের রেসপন্সই আমাকে নতুনভাবে গাইতে উৎসাহিত করে।’

সংগীতজীবনে চলার পথে ইমরান তিন শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। যার মধ্যে রয়েছে একক, দ্বৈত, সিনেমা ও নাটকের গান। কাভার সং করেছেন বেশকিছু। গেয়েছেন ইসলামিক গানও। ইমরান প্রথম প্লেব্যাক করেন মোহাম্মদ হোসেন জেমীর ‘ভালোবাসার লাল গোলাপ’ সিনেমায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

গাজীপুরে রাস্তা আটকে চলাচল করা পুলিশ কমিশনার নাজমুল করিম বরখাস্ত

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ