Ajker Patrika

রাবিতে লাশের মিছিল কর্মসূচিতে বাধা

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১০: ৫৯
রাবিতে লাশের মিছিল কর্মসূচিতে বাধা

নিরাপদ সড়কের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ফেডারেশন আয়োজিত ‘লাশের মিছিল’ কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে মিছিল শুরু হওয়ার কথা থাকলেও প্রক্টরিয়াল বডির সদস্যদের বাধার কারণে কর্মসূচি পণ্ড হয়ে যায়।

এদিকে, ‘প্রধানমন্ত্রীর সরকার, রাজাকার সরকার’ লেখাসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলনকে প্রক্টরের দপ্তরে নিয়ে যাওয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাঁকে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, পূর্বঘোষণা অনুযায়ী বেলা সাড়ে ১১টার দিকে শামসুজ্জোহা চত্বরে এসে ছাত্র ফেডারেশনের নেতা-কর্মী প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন। তবে এর কিছুক্ষণ পর প্রক্টরিয়াল বডির সদস্যরা এসে তাঁদের প্ল্যাকার্ড নিয়ে যান।

ছাত্র ফেডারেশনের রাজশাহী মহানগরের আহ্বায়ক জিন্নাত আরা বলেন, ‘দেশব্যাপী সড়কে শিক্ষার্থীরা নিয়মিত প্রাণ হারাচ্ছে। এ অবস্থায় নিরাপদ সড়কের দাবি এবং রামপুরায় শিক্ষার্থী হত্যার প্রতিবাদে আমরা লাশের মিছিলের কর্মসূচি ঘোষণা করেছিলাম। কিন্তু কর্মসূচির শুরুতে সহকারী প্রক্টর এসে আমাদের প্ল্যাকার্ড নিয়ে যান। ফলে আমাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়।’ জিন্নাত আরা অভিযোগ করেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর আমাদের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবককে লক্ষ্য করে বলেন, “কি করো তোমরা? মেরে শোয়ায়ে দিবে একবারে।”’

খোঁজ নিয়ে জানা যায়, দাঁড়িয়ে থাকা যুবকেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুখলেছুর রহমান বলেন, ‘আজ পয়লা ডিসেম্বর, স্বাধীনতার মাস। এ ছাড়া জাতির পিতার জন্মশতবর্ষ চলছে। এ অবস্থায় প্রধানমন্ত্রীকে নিয়ে লেখা কটূক্তিমূলক প্ল্যাকার্ড হাতে নিয়ে লাইভ করা হয়। বিষয়টি দেখে আমি উপস্থিত সবার উদ্দেশে কথাটি বলেছি।’

সার্বিক বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত