Ajker Patrika

বরিশালে জিয়া স্মৃতি সংঘের নামে ভবন দখলের অভিযোগ

মুলাদী (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০: ৪১
বরিশালে জিয়া স্মৃতি সংঘের নামে ভবন দখলের অভিযোগ

বরিশালের মুলাদীতে জিয়া স্মৃতি সংঘের নামে প্রাথমিক শিক্ষক সমিতির ভবন দখলের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ভবনটি দখলে নেন বলে অভিযোগ করেন শিক্ষক নেতারা। 

এর আগে ভবনটি শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের নামে ছাত্রলীগ নেতা-কর্মীরা দখলে রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। তবে পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম শিক্ষক সমিতির ভবন দখলের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, শিক্ষক নেতাদের অনুরোধ করে একটি কক্ষে জিয়া স্মৃতি সংঘের কার্যালয় করা হয়েছে। 

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির এক নেতা জানান, ২০০৩ সালে মুলাদী কেন্দ্রীয় ঈদগাহসংলগ্ন শিক্ষক সমিতির টিনের ঘর ভেঙে পাকা ভবন নির্মাণ করা হয়। এতে রাস্তাসংলগ্ন তিনটি দোকান এবং ভবনের ভেতরে সমিতির কার্যালয় ও মিলনায়তন (হলরুম) করা হয়। ওই সময় পুরোনো টিনের ঘর বিক্রি নিয়ে সমিতির সভাপতি নুরুজ্জামান আনসারীর সঙ্গে কয়েক নেতার দ্বন্দ্বের সৃষ্টি হয়।

শিক্ষকদের চাঁদার টাকায় ভবন নির্মাণ করা হয়। বিগত দিনে আওয়ামী লীগের লোকজন দখল করেছিলেন। এখন দখলে নিয়েছে বিএনপি। মো. দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি, শিক্ষক সমিতি

উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, শিক্ষকদের চাঁদার টাকায় ভবন নির্মাণ করা হয়েছে। বিগত দিনে আওয়ামী লীগের লোকজন দখল করেছিলেন। এখন দখলে নিয়েছে বিএনপি। 

উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ বলেন, শিক্ষক সমিতির ভবন দখলের বিষয়টি জানা নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত