নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে বিএনপির ১১৮ জন নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এতে মোট ৩৮ জনের নাম উল্লেখ ও ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গতকাল সোমবার বিস্ফোরক আইনে এই মামলা করেন উপজেলা ছাত্রলীগ কর্মী রাশেদুল প্রধান। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর মোল্লা। তিনি বলেন, মামলায় মোট ৩৮ জনের নামে ও ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় রাশেদুল প্রধানের ওপর হামলা ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় বাদীর হাত ভেঙে ফেলার চেষ্টা ও ছয়টি সেলাই দিতে হয়েছে বলেও অভিযোগে জানানো হয়েছে।
মামলার বাদী জানান, ‘রূপসী থেকে কাঞ্চন যাওয়ার পথে গাউছিয়া এলাকায় ছাত্রদলের মিছিল দেখতে পাই। সেখানে তাঁরা আমাকে দেখতে পেয়ে ইঙ্গিত করে বলে, ‘ও ছাত্রলীগ করে, ওরে ধর’। পরে তাঁরা আমাকে মারধর করেন। আমার মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। হামলাকারীরা মুখোশ পরে হামলা চালায়।’
তবে বিএনপি নেতাদের দাবি, স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা নিজেরাই পুরোনো একটি মোটরসাইকেল এনে সেটা পুড়িয়ে দিয়েছে। পরে বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা দিয়েছে। তাঁরা যে নিজেরাই মোটরসাইকেল নিয়ে এসে রাস্তায় পুড়িয়ে দিয়েছেন, সেই ভিডিও বিএনপির নেতাদের কাছে আছে।
মামলার বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, ‘মোটরসাইকেল পোড়ানোর ঘটনাটি নিতান্তই সাজানো। ১০ ডিসেম্বর সমাবেশকে সামনে রেখে নেতা-কর্মীদের গ্রেপ্তার ও ভয়ভীতি দেখাতেই এই মামলা। তাঁরা নিজেরাই এ কাজ করেছেন, এমন ভিডিও আমাদের কাছে আছে।’
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে বিএনপির ১১৮ জন নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এতে মোট ৩৮ জনের নাম উল্লেখ ও ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
গতকাল সোমবার বিস্ফোরক আইনে এই মামলা করেন উপজেলা ছাত্রলীগ কর্মী রাশেদুল প্রধান। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবীর মোল্লা। তিনি বলেন, মামলায় মোট ৩৮ জনের নামে ও ৮০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলায় রাশেদুল প্রধানের ওপর হামলা ও মোটরসাইকেল পোড়ানোর অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় বাদীর হাত ভেঙে ফেলার চেষ্টা ও ছয়টি সেলাই দিতে হয়েছে বলেও অভিযোগে জানানো হয়েছে।
মামলার বাদী জানান, ‘রূপসী থেকে কাঞ্চন যাওয়ার পথে গাউছিয়া এলাকায় ছাত্রদলের মিছিল দেখতে পাই। সেখানে তাঁরা আমাকে দেখতে পেয়ে ইঙ্গিত করে বলে, ‘ও ছাত্রলীগ করে, ওরে ধর’। পরে তাঁরা আমাকে মারধর করেন। আমার মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। হামলাকারীরা মুখোশ পরে হামলা চালায়।’
তবে বিএনপি নেতাদের দাবি, স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা নিজেরাই পুরোনো একটি মোটরসাইকেল এনে সেটা পুড়িয়ে দিয়েছে। পরে বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা দিয়েছে। তাঁরা যে নিজেরাই মোটরসাইকেল নিয়ে এসে রাস্তায় পুড়িয়ে দিয়েছেন, সেই ভিডিও বিএনপির নেতাদের কাছে আছে।
মামলার বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, ‘মোটরসাইকেল পোড়ানোর ঘটনাটি নিতান্তই সাজানো। ১০ ডিসেম্বর সমাবেশকে সামনে রেখে নেতা-কর্মীদের গ্রেপ্তার ও ভয়ভীতি দেখাতেই এই মামলা। তাঁরা নিজেরাই এ কাজ করেছেন, এমন ভিডিও আমাদের কাছে আছে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪