Ajker Patrika

উপহারের ১০৫৬টি ঘরের চাবি আগামীকাল হস্তান্তর

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ১২: ৫১
উপহারের ১০৫৬টি ঘরের চাবি আগামীকাল হস্তান্তর

পটুয়াখালীতে তৃতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন ১ হাজার ৫৬টি পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করা হবে কাল মঙ্গলবার। ওই দিন সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সব ভূমিহীন ও গৃহহীন (‘ক’ শ্রেণি) পরিবারের মধ্যে ঘরের চাবি হস্তান্তর করবেন।

গতকাল রোববার দুপুর ১২টায় দরবার হলে জেলা প্রশাসন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

এ সময় মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সিভিল সার্জন ডা. এসএম কবির হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।

জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে পটুয়াখালী জেলায় তৃতীয় ধাপে মোট ১ হাজার ৬১৬টি ঘর বরাদ্দ থাকলেও জেলার সাতটি উপজেলায় ১ হাজার ৫৬টি ঘরের চাবি হস্তান্তর করা হবে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা। প্রতিটি প্রকল্পের মধ্যে বিদ্যুৎ ও বিশুদ্ধ খাবার পানির জন্য গভীর নলকূপের ব্যবস্থা করা হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে এ পর্যন্ত ৬ হাজার ৫২৮টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, ‘ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোকে পুনর্বাসনের লক্ষ্যে তাঁদের এসব ঘর উপহার দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মঙ্গলবার সকালে ১ হাজার ৫৬টি ঘরের চাবি ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে হস্তান্তর করবেন। এ পর্যন্ত ৬ হাজার ৫২৮টি ঘর ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত