Ajker Patrika

বিদ্রোহী প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৫: ৫৩
Thumbnail image

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইমাম-উল ইসলামের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে নৌকার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। গত বুধবার রাতে ইউনিয়নের ভাজনকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।

ইমাম–উলের ইসলামের অভিযোগ, হামলাকারীরা তাঁর ঘরে টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ ঘর ও আসবাবপত্র ভাঙচুর করেছেন। পাশাপাশি টাকা ও অলঙ্কার লুটপাট করা হয়েছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে নৌকার চেয়ারম্যান প্রার্থী খোন্দকার জাকির হোসেন নিলুর সমর্থকেরা আনারস প্রতীকের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ইমাম-উল ইসলামের বাড়িতে হামলা চালান।

ইমাম-উল ইসলাম বলেন, ‘হামলাকারীরা নৌকার স্লোগান দিয়ে আমার বাড়িঘর ভাঙচুর করেন। এ ছাড়া তাঁরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও আমার ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছেন। পাশাপাশি স্বর্ণালংকারসহ টাকা লুটপাট করে নিয়েছেন।

এ বিষয়ে খোন্দকার জাকির হোসেন নিলুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, ‘ঘটনার সময় পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত