Ajker Patrika

নড়াইলে ১ জনের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৬: ৪২
নড়াইলে ১ জনের ফাঁসি ৩ জনের যাবজ্জীবন

নড়াইলে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। কালিয়া উপজেলার নড়াগাতী থানার কালিনগর গ্রামে ফিরোজ ভূঁইয়া হত্যা মামলায় এ রায় দিয়েছেন আদালত। গতকাল সকাল ১১টার দিকে জেলা ও দায়রা জজ এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন নড়াইলের কালিনগর গ্রামের আলমগীর ভূঁইয়া (৫০)। এ ছাড়া তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আলমগীরের বাবা ছায়েন উদ্দিন ভূঁইয়াসহ তাঁর দুই ছেলে হাবিবুর রহমান ভূঁইয়া (৫৫) ও জঙ্গু ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় চার আসামির মধ্যে জঙ্গু ভূঁইয়া ছাড়া অন্য তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নড়াগাতী থানার কালিনগর গ্রামের বাদী রবিউল ইসলাম ভূঁইয়াদের সঙ্গে আসামিপক্ষের বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০১৪ সালের ১৮ জানুয়ারি কালিনগর বাজারে উভয় পক্ষের মধ্যে সালিস বৈঠক হয়। সালিস হওয়ার পরদিন সকাল সাড়ে ৯টার দিকে বাদীর ভাই ফিরোজ ভূঁইয়াকে কালিনগর বাজার এলাকায় দেশি অস্ত্র ধারালো গুপ্তি বুকে ঢুকিয়ে হত্যা করে। ১৬ জনের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ছয় বছর আইনি প্রক্রিয়া শেষে আদালতে এ রায় ঘোষণা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত