Ajker Patrika

কৃষকের হিসাবে সঞ্চয় কমছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৩ জুলাই ২০২২, ১১: ৫২
কৃষকের হিসাবে সঞ্চয় কমছে

দেশের শ্রমিক, কৃষক, পরিচ্ছন্নতাকর্মী, মুক্তিযোদ্ধা, সামাজিক ভাতাভোগী বিশেষ জনগোষ্ঠীর ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে। যার মূলে ছিল ১০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার হিসাব চালুর জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ উদ্যোগ। সুবিধাবঞ্চিত এই জনগোষ্ঠীর মোট হিসাবের ৫৫ শতাংশই সরকারি বাণিজ্যিক ব্যাংকের অধীনে। আর বিশেষায়িত ব্যাংকের আওতাভুক্ত হিসাবের সংখ্যা ২৭ শতাংশ ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের ১৮ শতাংশ। কিন্তু এ ধরনের বিশেষ শ্রেণি-পেশার হিসাবের সংখ্যা বাড়লেও উল্টো কমেছে সঞ্চয়ের পরিমাণ।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মার্চ পর্যন্ত ক্ষুদ্র হিসাবধারীদের হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫১ লাখ ৭৬ হাজার ৬৪০টি, যা গত বছরের ডিসেম্বর শেষে ছিল ২ কোটি ৪৯ লাখ ৯৩১টি। তিন মাসের ব্যবধানে হিসাব বেড়েছে ২ লাখ ৭৫ হাজার ৭০৯টি। এতে প্রবৃদ্ধি প্রায় ১ দশমিক ১১ শতাংশ। একইভাবে গত মার্চ পর্যন্ত ক্ষুদ্র হিসাবধারীদের সঞ্চয় করা আমানতের পরিমাণ ছিল ২ হাজার ৯৫৭ কোটি ৯৯ লাখ টাকা। আর গত বছরের ডিসেম্বরে এসব হিসাবে আমানতের পরিমাণ ছিল ২ হাজার ৮৬২ কোটি ৩৬ লাখ টাকা। সেই হিসাবে তিন মাসে সঞ্চয় কমেছে ৯৫ কোটি ৬৩ লাখ টাকা, যা ৩ দশমিক ২৩ শতাংশ কম।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ২০১০ সালে সুবিধাবঞ্চিত বিশেষ জনগোষ্ঠীকে ১০ টাকা, ৫০ টাকা এবং ১০০ টাকার ব্যাংক হিসাব খোলার বিশেষ উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এসব হিসাব সচল রাখতে ২০১৫ সালে ২০০ কোটি টাকার একটি পুনঃ অর্থায়ন তহবিল করা হয়েছে। যেখান থেকে স্বল্প সুদে ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। পাশাপাশি করোনার সময় থেকে সুদের হার কমানো হয় এবং বিশেষ ঋণের সুযোগ বৃদ্ধি করা হয়। এ ছাড়া এসব গ্রাহকের হিসাবে ন্যূনতম স্থিতি রাখারও কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু মোবাইল ব্যাংকিং ও এজেন্ট ব্যাংকিং দেশের সর্বত্র ছড়িয়ে পড়ায় অনেকে ব্যাংকের দিকে তেমন একটা ধাবিত হচ্ছেন না। আর বিশেষ প্রয়োজনে অনেকে হিসাব খোলা অব্যাহত রাখলেও তাঁদের কেউ কেউ সঞ্চয় করছেন না। এতে হিসাব বাড়লেও কমেছে সঞ্চয়।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে জানা যায়, বিভিন্ন খাতে খোলা বিশেষ হিসাবধারীদের মধ্যে ৩৯ শতাংশ হিসাব কৃষকের। ২০২২ সালের মার্চ শেষে কৃষকের হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ লাখ ৩২ হাজার ৩৩টি। এসব হিসাবে আমানত জমা হয়েছে ৫১২ কোটি ৩৫ লাখ টাকা। আর অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় খোলা হয়েছে ৩৪ লাখ ৬৪ হাজার ৫৭৯টি। ২০২২ সালের মার্চ শেষে এসব হিসাবে জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৯২ কোটি ৯০ লাখ টাকা। এ ছাড়া সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতাভোগী ব্যাংক হিসাব ৯৩ লাখ ৭৭ হাজার ৮৩৭টি। এসব হিসাবে আমানতের পরিমাণ ৭৬৪ কোটি ২৮ লাখ টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, খাদ্যনিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত ৭২ হাজার ৬৯০টি হিসাব রয়েছে। এসব হিসাবে ২ কোটি ৫৬ লাখ টাকা আমানত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জুলাই ঘোষণাপত্র: গণ-অভ্যুত্থানের দলিলে যা যা রয়েছে

২৪ ঘণ্টার মধ্যে ভারতের শুল্ক অনেক বাড়িয়ে দেব: ট্রাম্পের হুমকি

যুক্তরাষ্ট্রে পর্যটন ভিসা পেতে লাগতে পারে ১১ লাখ টাকার জামানত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত