Ajker Patrika

চুরির অপবাদ দেওয়ায় ছাত্রীর ‘আত্মহত্যা ’

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৮: ১৪
চুরির অপবাদ দেওয়ায় ছাত্রীর ‘আত্মহত্যা ’

কিশোরগঞ্জের হোসেনপুরে সুবর্ণা আক্তার নামের এক স্কুলছাত্রীর আত্মহত্যা করেছে। সোনার চেইন চুরির অপবাদ দেওয়ায় গত শুক্রবার দুপুরে উপজেলার দক্ষিণ শাহেদল গ্রামে সে আত্মহত্যা করে বলে স্বজনদের দাবি।

সুবর্ণা ওই গ্রামের আকবর হোসেনের মেয়ে ও স্থানীয় গলাচিপা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। শুক্রবার বিকেলে হোসেনপুর থানা-পুলিশ আত্মহত্যার প্ররোচনার আলামত হিসেবে সুবর্ণার হাতে লেখা ৮ পৃষ্ঠা খাতা ও মোবাইল ফোনে রেকর্ড করা ভিডিও জব্দ করে। এ ছাড়া লাশটি উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সুবর্ণার মা হালিমা খাতুন আজকের পত্রিকাকে বলেন, গত ৫ অক্টোবর পাশের বাড়ির খসরু মিয়ার বাড়ি থেকে একটি সোনার চেইন চুরি হয়। এ ঘটনায় সুবর্ণাকে সন্দেহ করেন ওই বাড়ির লোকজন। পরে স্থানীয় এক স্কুল শিক্ষকসহ কয়েকজন সুবর্ণার বাড়িতে এলে নিশ্চিত হওয়া যায় যে সে ওই চুরির সঙ্গে জড়িত ছিল না। এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের নিয়ে সালিস করা হয়। সেখানে খসরু মিয়া চেইন চুরির ক্ষতিপূরণ দাবি করেন সুবর্ণার পরিবারের কাছে। অপবাদ সইতে না পেরে গলায় দড়ি দিয়ে সুবর্ণা আত্মহত্যার পথ বেঁচে নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত