Ajker Patrika

ইউপি চেয়ারম্যান নূরলকে গ্রেপ্তার করার দাবি

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৬: ১৯
ইউপি চেয়ারম্যান নূরলকে গ্রেপ্তার করার দাবি

লালমনিরহাটের হাতীবান্ধার সিন্দুর্না ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরল আমিনের বিরুদ্ধে মোবাইল ফোনে ছাত্রলীগ নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে মশাল মিছিল করেছেন উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। নূরলকে গ্রেপ্তার করার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন তাঁরা।

হাতীবান্ধার আমতলা বাজার থেকে গত বুধবার রাতে মশাল মিছিলটি বের করা হয়। সেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেডিকেল মোড়ের গোলচত্বরে শেষ হয়। সেখানে পথসভা করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান নূরল আমিন এ হুমকি দিয়েছেন। নূরলের বাবা আব্দুল গফুরকে তালিকাভুক্ত রাজাকার দাবি করে তাঁকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না দেওয়ার দাবি জানান তাঁরা।

ওই পথসভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম শাহরিয়ার খান জিহান। তিনি বলেন, ‘চিহ্নিত রাজাকারের সন্তান নূরল আমিনকে নৌকার মনোনয়ন দেওয়ার পাঁয়তারা চলছে। আমরা এর প্রতিবাদ করায় নূরল ছাত্রলীগের দপ্তর সম্পাদক মারুফ হাসান মিরুকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নূরলকে গ্রেপ্তার না করলে আমরা কঠোর কর্মসূচির ডাক দিব।’

এ বিষয়ে মারুফ হাসান মিরু বলেন, ‘সিন্দুর্না ইউপিতে যেন কোনো রাজাকারের ছেলেকে দলীয় মনোনয়ন দেওয়া না হয়, এ নিয়ে আমি ফেসবুকে পোস্ট দিই। ক্ষুব্ধ হয়ে নূরল মোবাইলে কল দিয়ে প্রাণনাশের হুমকি দেন।’

তবে অভিযোগ অস্বীকার করে সিন্দুর্না ইউপি চেয়ারম্যান নূরল আমিন বলেন, ‘আমি তাঁকে হুমকি দিইনি। শুধু ফোন দিয়ে কথা বলেছি। এ ছাড়া আমার পরিবারের কেউ রাজাকার নয়, তালিকায় যে নাম রয়েছে, তা এডিট করা।’

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত