Ajker Patrika

গাছের সঙ্গে বাইকের ধাক্কা প্রাণ গেল কিশোরের

তেরখাদা (খুলনা) প্রতিনিধি
আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১৪: ৫২
গাছের সঙ্গে বাইকের ধাক্কা প্রাণ গেল কিশোরের

তেরখাদায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ফাহিম শেখ নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেল আরোহী ফাহিমের বন্ধু আল-আমিন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরের দক্ষিণপাড়া এলাকার ওয়াপদা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফাহিম শেখ (১৫) উপজেলার বলর্দ্ধনা এলাকার মাহবুর শেখের ছেলে এবং সরকারি ইখড়ি কাটেংগা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা সদরের ওয়াপদা সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল ফাহিম। তার পেছনে বসা ছিল আল-আমিন। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে দুই বন্ধু গুরুতর আহত হয়। আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফাহিম মারা যায়। আল-আমিনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের দুর্ঘটনার জন্য মূলত অভিভাবকদের উদাসীনতা দায়ী। কিশোরদের হাতে মোটরসাইকেল দেওয়া উচিত না। এ ঘটনা থেকে অন্যান্য অভিভাবকদের শিক্ষা নেওয়া উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত