Ajker Patrika

সাংসদ শাহজাদার মায়ের দাফন সম্পন্ন

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১১: ০৮
সাংসদ শাহজাদার মায়ের দাফন সম্পন্ন

পটুয়াখালী–৩ আসনের সাংসদ এস এম শাহজাদার মা ছকিনা খানমের দাফন সম্পন্ন হয়েছে। গত রোববার বেলা ১১টায় দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের সিকদারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাঁর মরদেহ।

এর আগে গত শনিবার দুপুর দেড়টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

পরিবার সূত্রে জানা যায়, ছকিনা খানম দীর্ঘদিন ধরে লিভারের রোগে আক্রান্ত ছিলেন। তিনি স্বামী, তিন ছেলে ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার বোন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত