বিনোদন প্রতিবেদক, ঢাকা
‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় প্রথম এক ফ্রেমে দেখা যায় মামনুন ইমন ও জাকিয়া বারী মমকে। এরপর টিভি নাটকেও একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। ইমন-মমকে নিয়ে ‘আগামীকাল’ নামে একটি সিনেমা বানিয়েছেন অঞ্জন আইচ। গত বছরের ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। তার আগে প্রকাশ পায় ‘আগামীকাল’-এর ট্রেলার ও একটি গান।
ওই সময় নির্মাতা অঞ্জন আইচ বলেছিলেন, ‘যেহেতু এটি বেশ বড় বাজেটের সিনেমা, তাই চেয়েছি আরেকটু প্রচার-প্রচারণা করে তারপর মুক্তি দিতে। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত অনেক সিনেমার ব্যবসা ভালো যাচ্ছে না। এই পরিস্থিতিতে তাড়াহুড়ো করে সিনেমা মুক্তি দিলে দর্শক জানতেই পারবে না। আমরা চাই, সিনেমাটির মুক্তির খবর সবার কানে পৌঁছে যাক।’
তখন হলে দেখাতে না পারলেও এ বছরের জানুয়ারিতে ঢাকায় আয়োজিত সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘আগামীকাল’। গতকাল নির্মাতা অঞ্জন আইচ জানালেন, দেশের দর্শকদের জন্য বড় পর্দায় আসছে সিনেমাটি। আগামী ৩ জুন দেশের ৪০টির বেশি সিনেমা হলে মুক্তি পাবে ‘আগামীকাল’।
তার আগে আজ রাত ১০টায় ‘ছায়া’ নামে সিনেমাটির দ্বিতীয় গান প্রকাশ পাবে। অঞ্জন আইচের লেখায় গানটির কথা, সুর ও সংগীতে আছেন অর্পণ কর্মকার। নির্মাতা জানিয়েছেন, ভালোবাসা ও বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘আগামীকাল’। ইমন ও মম ছাড়াও এ সিনেমায় দেখা যাবে সূচনা আজাদ, টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, আশীষ খন্দকার, ফারুক আহমেদ, তারিক স্বপন, সুজাত শিমুল, মাহবুব শাহীন ও সাবেরী আলমকে।
‘আগামীকাল’-এর গল্প সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। এতে ইমনকে দেখা যাবে সদ্য পাস করা চিকিৎসকের চরিত্রে। নির্মাতার প্রথম সিনেমা তাই মুক্তির আগে ভীষণ উচ্ছ্বসিত অঞ্জন আইচ। অনেকটা জোর দিয়েই তিনি বললেন, ‘সবাইকে অনুরোধ করছি সিনেমাটি হলে গিয়ে দেখার জন্য। একটি ভালো গল্প দেখতে পাবেন সবাই। যদি কেউ সিনেমাটির প্রথম পাঁচ মিনিট দেখেন, তাহলে পুরো গল্প না দেখে উঠতে পারবেন না—এই ভরসা সবাইকে দিতে পারি।’
‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় প্রথম এক ফ্রেমে দেখা যায় মামনুন ইমন ও জাকিয়া বারী মমকে। এরপর টিভি নাটকেও একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। ইমন-মমকে নিয়ে ‘আগামীকাল’ নামে একটি সিনেমা বানিয়েছেন অঞ্জন আইচ। গত বছরের ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। তার আগে প্রকাশ পায় ‘আগামীকাল’-এর ট্রেলার ও একটি গান।
ওই সময় নির্মাতা অঞ্জন আইচ বলেছিলেন, ‘যেহেতু এটি বেশ বড় বাজেটের সিনেমা, তাই চেয়েছি আরেকটু প্রচার-প্রচারণা করে তারপর মুক্তি দিতে। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত অনেক সিনেমার ব্যবসা ভালো যাচ্ছে না। এই পরিস্থিতিতে তাড়াহুড়ো করে সিনেমা মুক্তি দিলে দর্শক জানতেই পারবে না। আমরা চাই, সিনেমাটির মুক্তির খবর সবার কানে পৌঁছে যাক।’
তখন হলে দেখাতে না পারলেও এ বছরের জানুয়ারিতে ঢাকায় আয়োজিত সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘আগামীকাল’। গতকাল নির্মাতা অঞ্জন আইচ জানালেন, দেশের দর্শকদের জন্য বড় পর্দায় আসছে সিনেমাটি। আগামী ৩ জুন দেশের ৪০টির বেশি সিনেমা হলে মুক্তি পাবে ‘আগামীকাল’।
তার আগে আজ রাত ১০টায় ‘ছায়া’ নামে সিনেমাটির দ্বিতীয় গান প্রকাশ পাবে। অঞ্জন আইচের লেখায় গানটির কথা, সুর ও সংগীতে আছেন অর্পণ কর্মকার। নির্মাতা জানিয়েছেন, ভালোবাসা ও বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘আগামীকাল’। ইমন ও মম ছাড়াও এ সিনেমায় দেখা যাবে সূচনা আজাদ, টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, আশীষ খন্দকার, ফারুক আহমেদ, তারিক স্বপন, সুজাত শিমুল, মাহবুব শাহীন ও সাবেরী আলমকে।
‘আগামীকাল’-এর গল্প সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। এতে ইমনকে দেখা যাবে সদ্য পাস করা চিকিৎসকের চরিত্রে। নির্মাতার প্রথম সিনেমা তাই মুক্তির আগে ভীষণ উচ্ছ্বসিত অঞ্জন আইচ। অনেকটা জোর দিয়েই তিনি বললেন, ‘সবাইকে অনুরোধ করছি সিনেমাটি হলে গিয়ে দেখার জন্য। একটি ভালো গল্প দেখতে পাবেন সবাই। যদি কেউ সিনেমাটির প্রথম পাঁচ মিনিট দেখেন, তাহলে পুরো গল্প না দেখে উঠতে পারবেন না—এই ভরসা সবাইকে দিতে পারি।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪