Ajker Patrika

জুনে আসছে ইমন-মমর সিনেমা ‘আগামীকাল’

আপডেট : ১৯ মে ২০২২, ০৯: ৫০
জুনে আসছে ইমন-মমর সিনেমা ‘আগামীকাল’

‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় প্রথম এক ফ্রেমে দেখা যায় মামনুন ইমন ও জাকিয়া বারী মমকে। এরপর টিভি নাটকেও একসঙ্গে অভিনয় করেছেন তাঁরা। ইমন-মমকে নিয়ে ‘আগামীকাল’ নামে একটি সিনেমা বানিয়েছেন অঞ্জন আইচ। গত বছরের ২৪ ডিসেম্বর সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায়। তার আগে প্রকাশ পায় ‘আগামীকাল’-এর ট্রেলার ও একটি গান।

ওই সময় নির্মাতা অঞ্জন আইচ বলেছিলেন, ‘যেহেতু এটি বেশ বড় বাজেটের সিনেমা, তাই চেয়েছি আরেকটু প্রচার-প্রচারণা করে তারপর মুক্তি দিতে। সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত অনেক সিনেমার ব্যবসা ভালো যাচ্ছে না। এই পরিস্থিতিতে তাড়াহুড়ো করে সিনেমা মুক্তি দিলে দর্শক জানতেই পারবে না। আমরা চাই, সিনেমাটির মুক্তির খবর সবার কানে পৌঁছে যাক।’

তখন হলে দেখাতে না পারলেও এ বছরের জানুয়ারিতে ঢাকায় আয়োজিত সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ‘আগামীকাল’। গতকাল নির্মাতা অঞ্জন আইচ জানালেন, দেশের দর্শকদের জন্য বড় পর্দায় আসছে সিনেমাটি। আগামী ৩ জুন দেশের ৪০টির বেশি সিনেমা হলে মুক্তি পাবে ‘আগামীকাল’।

তার আগে আজ রাত ১০টায় ‘ছায়া’ নামে সিনেমাটির দ্বিতীয় গান প্রকাশ পাবে। অঞ্জন আইচের লেখায় গানটির কথা, সুর ও সংগীতে আছেন অর্পণ কর্মকার। নির্মাতা জানিয়েছেন, ভালোবাসা ও বিশ্বাসঘাতকতার গল্প নিয়ে তৈরি হয়েছে ‘আগামীকাল’। ইমন ও মম ছাড়াও এ সিনেমায় দেখা যাবে সূচনা আজাদ, টুটুল চৌধুরী, শতাব্দী ওয়াদুদ, আশীষ খন্দকার, ফারুক আহমেদ, তারিক স্বপন, সুজাত শিমুল, মাহবুব শাহীন ও সাবেরী আলমকে।

‘আগামীকাল’-এর গল্প সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার। এতে ইমনকে দেখা যাবে সদ্য পাস করা চিকিৎসকের চরিত্রে। নির্মাতার প্রথম সিনেমা তাই মুক্তির আগে ভীষণ উচ্ছ্বসিত অঞ্জন আইচ। অনেকটা জোর দিয়েই তিনি বললেন, ‘সবাইকে অনুরোধ করছি সিনেমাটি হলে গিয়ে দেখার জন্য। একটি ভালো গল্প দেখতে পাবেন সবাই। যদি কেউ সিনেমাটির প্রথম পাঁচ মিনিট দেখেন, তাহলে পুরো গল্প না দেখে উঠতে পারবেন না—এই ভরসা সবাইকে দিতে পারি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত