Ajker Patrika

প্রতীক তৈরি নতুন গানের জন্য

প্রতীক তৈরি নতুন গানের জন্য

বাবা খালিদ হাসান মিলু দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ছিলেন বলেই প্রতীকের গানে মিলুর ছোঁয়া খুঁজতেন শ্রোতারা। সেটা কাটিয়ে উঠতে দিনের পর দিন নিজেকে প্রমাণ করতে হয়েছে প্রতীককে। এরই মধ্যে বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় গত মাসে তাঁর কণ্ঠে প্রকাশিত হলো নতুন মৌলিক গান ‘প্রতারণা’। ফয়সাল রাব্বিকিনের লেখা গানটির সুর-সংগীত করেছেন রেজওয়ান শেখ। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। গানটি বেশ সাড়া ফেলেছে।

প্রতীক এখন তৈরি নতুন গানের জন্য। আগামী শুক্র ও রোববার আরও দুটি নতুন মৌলিক গানে কণ্ঠ দেবেন তিনি। একটি গান গাইবেন আরটিভির জন্য, অন্য গানটি রঙ্গন মিউজিকের জন্য, লিখেছেন জামাল হোসেন। এরপরেই ছুটবেন ঢাকার বাইরে বেশ কিছু স্টেজ শোতে অংশ নিতে।

প্রতীক বলেন, ‘গানের জন্যই দিনরাত ছুটে বেড়াই। গান নিয়ে অনেক স্বপ্ন আমার। জানি, একদিন থেমে যেতে হবে। থেমে যাওয়ার আগে ভালো কিছু গান শ্রোতাকে দিয়ে যেতে চাই।’
এর আগে নওমির সঙ্গে গাওয়া প্রতীকের ‘এই যে বিয়াইন সাব ভাব নিয়েন না’ গানটি আড়াই কোটিরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। গানটি লিখেছেন প্রতীক ও প্রীতম, সুর করেছেন প্রীতম হাসান। এ ছাড়া প্রতীক-প্রীতমের গাওয়া ‘গার্লফ্রেন্ডের বিয়ে’ গানটিও দুই কোটির বেশি দর্শক উপভোগ করেছেন। এটি লিখেছেন লুৎফর হাসান, সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রীতম। অনুরূপ আইচের লেখা, জুয়েল মোর্শেদের সুর-সংগীতে প্রতীকের গাওয়া ‘ব্রাজিল নাকি আর্জেন্টিনা’ গানটিও ৭৩ লাখ ভিউয়ার্স উপভোগ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...