আজকের পত্রিকা ডেস্ক
গত শতাব্দীর দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক জোয়াল থেকে মুক্ত হয়ে বিশ্ব মানচিত্রে স্থান করে নেয় একগুচ্ছ নতুন দেশ। তবে বি-ঔপনিবেশিকায়নের ওই যুগ সামরিক অভ্যুত্থানের জন্যও বিশ্ব ইতিহাসে চিরস্মরণীয়। তবে ২০ বছর খানিকটা স্থিতিশীল থাকার পর চলতি বছর বিশ্বে সামরিক অভ্যুত্থান বেড়েছে।
গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত স্টেট কাউন্সিলর অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রীকে আটক করে মিয়ানমার সেনাবাহিনী। সেনাবাহিনী জানায়, গত বছরের নভেম্বরের জাতীয় নির্বাচনে কারচুপির কারণে এ অভ্যুত্থান।
অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের তথ্যমতে, বিভিন্ন সরকারি বাহিনীর হাতে চলতি বছর দেশটির ১ হাজার ৩৭৭ জন প্রাণ হারিয়েছেন। গ্রেপ্তার হয়েছেন ৮ হাজার ২৮২ জন।
কিন্তু ব্যাপক দমন সত্ত্বেও সেখানে প্রতিরোধ বাড়ছে। স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘদিন ধরে সংগ্রামরত বিভিন্ন গোষ্ঠী শহরের বিক্ষোভকারীদের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে আগামী বছরও অর্থনৈতিক সংকটে থাকা দেশটি ব্যাপক উত্থান-পতনের মধ্য দিয়ে যাবে বলে মন্তব্য করেছেন এশিয়া টাইমসের বিশ্লেষক অ্যান্থনি ডেভিস।
চলতি বছর সবচেয়ে বেশি সামরিক অভ্যুত্থান হয়েছে আফ্রিকা মহাদেশে। আল জাজিরার তথ্যমতে, ১৯৬০-২০০০ সাল পর্যন্ত মহাদেশটিতে বছরে গড়ে ৪টি সামরিক অভ্যুত্থান হতো। গত ২০ বছরে তা কমে ২টিতে নেমে আসে।
গত এপ্রিলের শুরু থেকে মধ্য আফ্রিকার দেশ চাদ অভ্যন্তরীণ নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল। এ অবস্থায় বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে ২০ এপ্রিল মারা যান দেশটির প্রেসিডেন্ট ইদ্রিস দেবী। সাবেক এ সেনা কর্মকর্তার মৃত্যুর পর গত ৯ মে ক্ষমতা গ্রহণ করেন তাঁর ছেলে ও আর্মি জেনারেল মোহাম্মদ ইদ্রিস দেবী।
২৪ মে সামরিক অভ্যুত্থান হয় পশ্চিম আফ্রিকার দেশ মালিতে। দেশটির অজনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম বাউবাকার কেইটাকে আটক করে দেশটির ক্ষমতা গ্রহণ করেন কর্নেল আসিমি গোইটা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি।
পশ্চিম আফ্রিকার আরেক দেশ গিনিতে সেনা অভ্যুত্থান হয় গত ৫ সেপ্টেম্বর। দেশটির প্রেসিডেন্ট আলফা কান্দেকে গ্রেপ্তার করে ক্ষমতা গ্রহণ করেন কর্নেল মামদি দিমবয়া। দেশটির প্রথম গণতান্ত্রিক ভোটে ২০১০ সালে তিনি নির্বাচিত হন। কিন্তু সংবিধান লঙ্ঘন করে এক ব্যক্তির দুবারের বেশি প্রেসিডেন্ট হওয়ার অভিযোগে অভ্যুত্থান করার কথা জানান দিমবয়া।
এরপর ২৫ অক্টোবর সেনা অভ্যুত্থান হয় উত্তর আফ্রিকার দেশ সুদানে। নানা সমস্যায় জর্জরিত দেশটির মধ্যবর্তী সরকারের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদকে সরিয়ে ক্ষমতা নেন জেনারেল আবদেল ফাতাহ আল-বুরহান।
হঠাৎ অভ্যুত্থান বেড়ে যাওয়া সম্পর্কে পরামর্শ সংস্থা ‘সিগন্যাল রিস্ক’ জানায়, আগে দেশে সামরিক অভ্যুত্থান হলে পশ্চিমা সরকারগুলো কঠোর অবস্থান নিত। কিন্তু ২০১৩ সালে মিসর এবং ২০১৭ সালে জিম্বাবুয়ের সামরিক অভ্যুত্থানের পর পশ্চিমাদের আগের ভূমিকার উল্টো দেখা গেছে, যা আফ্রিকার বর্তমান অবস্থার ক্ষেত্রেও অব্যাহত রয়েছে। তা ছাড়া, রাশিয়া ও নতুন বিশ্বশক্তি চীনও এ ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান নিয়েছে।
গত শতাব্দীর দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক জোয়াল থেকে মুক্ত হয়ে বিশ্ব মানচিত্রে স্থান করে নেয় একগুচ্ছ নতুন দেশ। তবে বি-ঔপনিবেশিকায়নের ওই যুগ সামরিক অভ্যুত্থানের জন্যও বিশ্ব ইতিহাসে চিরস্মরণীয়। তবে ২০ বছর খানিকটা স্থিতিশীল থাকার পর চলতি বছর বিশ্বে সামরিক অভ্যুত্থান বেড়েছে।
গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত স্টেট কাউন্সিলর অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রীকে আটক করে মিয়ানমার সেনাবাহিনী। সেনাবাহিনী জানায়, গত বছরের নভেম্বরের জাতীয় নির্বাচনে কারচুপির কারণে এ অভ্যুত্থান।
অ্যাসিসটেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্সের তথ্যমতে, বিভিন্ন সরকারি বাহিনীর হাতে চলতি বছর দেশটির ১ হাজার ৩৭৭ জন প্রাণ হারিয়েছেন। গ্রেপ্তার হয়েছেন ৮ হাজার ২৮২ জন।
কিন্তু ব্যাপক দমন সত্ত্বেও সেখানে প্রতিরোধ বাড়ছে। স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘদিন ধরে সংগ্রামরত বিভিন্ন গোষ্ঠী শহরের বিক্ষোভকারীদের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে আগামী বছরও অর্থনৈতিক সংকটে থাকা দেশটি ব্যাপক উত্থান-পতনের মধ্য দিয়ে যাবে বলে মন্তব্য করেছেন এশিয়া টাইমসের বিশ্লেষক অ্যান্থনি ডেভিস।
চলতি বছর সবচেয়ে বেশি সামরিক অভ্যুত্থান হয়েছে আফ্রিকা মহাদেশে। আল জাজিরার তথ্যমতে, ১৯৬০-২০০০ সাল পর্যন্ত মহাদেশটিতে বছরে গড়ে ৪টি সামরিক অভ্যুত্থান হতো। গত ২০ বছরে তা কমে ২টিতে নেমে আসে।
গত এপ্রিলের শুরু থেকে মধ্য আফ্রিকার দেশ চাদ অভ্যন্তরীণ নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল। এ অবস্থায় বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে ২০ এপ্রিল মারা যান দেশটির প্রেসিডেন্ট ইদ্রিস দেবী। সাবেক এ সেনা কর্মকর্তার মৃত্যুর পর গত ৯ মে ক্ষমতা গ্রহণ করেন তাঁর ছেলে ও আর্মি জেনারেল মোহাম্মদ ইদ্রিস দেবী।
২৪ মে সামরিক অভ্যুত্থান হয় পশ্চিম আফ্রিকার দেশ মালিতে। দেশটির অজনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম বাউবাকার কেইটাকে আটক করে দেশটির ক্ষমতা গ্রহণ করেন কর্নেল আসিমি গোইটা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি।
পশ্চিম আফ্রিকার আরেক দেশ গিনিতে সেনা অভ্যুত্থান হয় গত ৫ সেপ্টেম্বর। দেশটির প্রেসিডেন্ট আলফা কান্দেকে গ্রেপ্তার করে ক্ষমতা গ্রহণ করেন কর্নেল মামদি দিমবয়া। দেশটির প্রথম গণতান্ত্রিক ভোটে ২০১০ সালে তিনি নির্বাচিত হন। কিন্তু সংবিধান লঙ্ঘন করে এক ব্যক্তির দুবারের বেশি প্রেসিডেন্ট হওয়ার অভিযোগে অভ্যুত্থান করার কথা জানান দিমবয়া।
এরপর ২৫ অক্টোবর সেনা অভ্যুত্থান হয় উত্তর আফ্রিকার দেশ সুদানে। নানা সমস্যায় জর্জরিত দেশটির মধ্যবর্তী সরকারের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদকে সরিয়ে ক্ষমতা নেন জেনারেল আবদেল ফাতাহ আল-বুরহান।
হঠাৎ অভ্যুত্থান বেড়ে যাওয়া সম্পর্কে পরামর্শ সংস্থা ‘সিগন্যাল রিস্ক’ জানায়, আগে দেশে সামরিক অভ্যুত্থান হলে পশ্চিমা সরকারগুলো কঠোর অবস্থান নিত। কিন্তু ২০১৩ সালে মিসর এবং ২০১৭ সালে জিম্বাবুয়ের সামরিক অভ্যুত্থানের পর পশ্চিমাদের আগের ভূমিকার উল্টো দেখা গেছে, যা আফ্রিকার বর্তমান অবস্থার ক্ষেত্রেও অব্যাহত রয়েছে। তা ছাড়া, রাশিয়া ও নতুন বিশ্বশক্তি চীনও এ ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান নিয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫