Ajker Patrika

প্লাস্টার না শুকাতেই ভবনে রং বন্ধ স্থানীয়দের বাধায়

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ২৬ জুলাই ২০২২, ১৫: ২৩
প্লাস্টার না শুকাতেই ভবনে রং বন্ধ স্থানীয়দের বাধায়

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের নতুন ভবন নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্মাণশ্রমিক ইউনিয়নের নেতারাসহ স্থানীয় লোকজন ওই ভবনের রংয়ের কাজ আটকে দেন।

স্থানীয় লোকজনের অভিযোগ, জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের নতুন ভবনের কাঁচা প্লাস্টার না শুকাতেই ভবন রং করার কাজ শুরু করেন ঠিকাদার। এ নিয়ে স্থানীয় লোকজন আপত্তি জানালেও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা বা ঠিকাদার প্রতিষ্ঠান কাজ চালিয়েই যাচ্ছিল। তাই বাধ্য হয়ে উপজেলা নির্মাণশ্রমিকের নেতারাসহ স্থানীয় লোকজন দায়িত্বরত প্রকৌশলীকে কাজটি আপাতত বন্ধ রাখতে বলেন। রং করার উপযোগী হলেই কাজ শুরু করার দাবি জানান তাঁরা।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক ও নির্মাণশ্রমিক নেতা জাকারিয়া হাবীব ডন বলেন, ‘ভবনটির প্লাস্টারের কাজ শেষ হয়েছে সবেমাত্র, এর মধ্যেই রং করার প্রাথমিক কাজ শুরু হচ্ছে। তাও আবার চক পাউডার মিশিয়ে। এটা তো নিয়মের মধ্যে পড়ে না। ভবনের প্লাস্টারের ৯০ দিন পরে সাধারণত রঙের কাজ করতে হয়। তাই আমরা প্রকৌশলীকে কাজ বন্ধ রাখতে অনুরোধ করেছি।’

রঙের কাজে নিয়োজিত থাকা পীরগঞ্জ উপজেলার মিস্ত্রি হবিবর রহমান হবি বলেন, ‘কাঁচা প্লাস্টার তাই সিলারের সঙ্গে একটু চক পাউডার মিশিয়ে কাজ করছি।’

এ বিষয়ে জানতে ঠিকাদার সাদেকুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি কল ধরেননি।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, ‘আমি এখানে মৌখিক নির্দেশে দায়িত্বে রয়েছি। এখানে যিনি ছিলেন তিনি ছুটিতে রয়েছেন। ভবনের রঙে কাজ কী হচ্ছে বা কীভাবে হবে, প্লাস্টারের কত দিনের মধ্যে হবে, তা জানা নেই।’

ছুটিতে থাকা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম জানান, ভবনে রঙের কাজ বন্ধ করতে বলা হয়েছে। প্লাস্টার না শুকানো পর্যন্ত কাজ হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত