Ajker Patrika

কুষ্টিয়ায় বাঁশ কাটা নিয়ে ঝগড়া হামলায় নিহত ১, আহত ২

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২২, ১৩: ২৭
Thumbnail image

কুষ্টিয়ায় ঝড়ে নুয়ে পড়া বাঁশ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে জসিম মণ্ডল (৪০) নামে একজন খুন হয়েছেন। এ সময় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন দুজন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার ঝাউদিয়া কালিতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জসিম ঝাউদিয়ার কালিতলা এলাকার মৃত পাতারি মণ্ডলের ছেলে। আহতরা হলেন জসিমের স্ত্রী রেখা ও ভাতিজা রশিদুল ইসলাম রশি। তাঁরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে জসিমের সঙ্গে তাঁর চাচাতো ভাই লালনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে সেই জমিতে ঝড়ে নুয়ে পড়া বাঁশ কাটা নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লালন, তাঁর ছেলে আকাশ হোসেন ও আশরাফুল ইসলাম নয়নসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জসিমের ওপর হামলা চালান। ঠেকাতে এলে জসিমের স্ত্রী রেখা ও ভাতিজা রশিদের ওপরও হামলা চালানো হয়। উদ্ধার করে তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন। স্ত্রী ও ভাতিজা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বাঁশের মাথা কাটাকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের সঙ্গে কথাকাটাকাটির জেরে খুন হয়েছেন জসিম। অভিযুক্তদের ধরার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত