Ajker Patrika

ঋণ বিতরণে চুক্তি করল রাকাব

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৭: ৪২
ঋণ বিতরণে চুক্তি করল রাকাব

সিএমএসএমই খাতের জন্য ঘোষিত দ্বিতীয় দফার প্রণোদনা প্যাকেজের আওতায় বরাদ্দকৃত ২০০ কোটি টাকার ঋণ বিতরণে বিভিন্ন অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে এসএমই ফাউন্ডেশন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকও (রাকাব) এই চুক্তি স্বাক্ষর করেছে। গতকাল ঢাকার পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাকাবের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন ও এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা। সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মাসুদুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত