Ajker Patrika

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৬: ৩৭
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আয়োজন

জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

গতকাল শনিবার বশেফমুবিপ্রবি ক্যাম্পাসে বর্ণাঢ্য নানা আয়োজনে ‘বিশ্ববিদ্যালয় দিবস উদ্‌যাপন করা হয়।’। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও বশেফমুবিপ্রবি পতাকা উত্তোলন এবং বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সাংসদ মির্জা আজম এবং বশেফমুবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দীন আহমেদ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- বশেফমুবিপ্রবি ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী আহমেদ, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক জিন্নাহ, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন প্রমুখ।

এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় সংলগ্ন জামালপুর-দেওয়ানগঞ্জ লিংক রোড প্রদক্ষিণ করে ফের প্রশাসনিক ভবনের গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম বলেন, এ বিশ্ববিদ্যালয়ের ঢাকায় যেসব অফিসে কার্যক্রম পরিচালনা হচ্ছে। সেই অফিস গুলো জানুয়ারির মধ্যেই এ বিশ্ববিদ্যালয় স্থানান্তর করা হবে। বিশ্ববিদ্যালয়ে যারা জমি দান করেছেন তাদেরকে বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে দাওয়াত দেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য সৈয়দ সামসুদ্দীন আহমেদ। তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয় যাতে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণের অগ্রণী ভূমিকা পালন করতে পারে, সে জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে দিবসটি উদ্‌যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে। শিক্ষার্থীদের আলপনায় সেজেছে বশেফমুবিপ্রবি চত্বর। অনুষ্ঠানমালার শেষটায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. এএইচএম মাহবুবুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাশিয়ার জব্দ ১৬২ বিলিয়ন ডলার দিয়ে ইউক্রেনের জন্য কোথা থেকে অস্ত্র কেনা হবে, তা নিয়ে বিভক্ত ইইউ

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

‎টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে উদ্ধার

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনা ও কামালসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায়ের দিন নির্ধারণ ১৩ নভেম্বর

এলাকার খবর
Loading...