Ajker Patrika

কালিয়াকৈরে সাধারণ ছুটি রোববার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১২: ০৯
কালিয়াকৈরে সাধারণ ছুটি রোববার

কালিয়াকৈরে সাধারণ ছুটি ঘোষণা করতে নির্দেশনা দিয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তরিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার এ নির্দেশনা দেন তিনি। কালিয়াকৈর পৌরসভা ও উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নির্দেশনায় গাজীপুর জেলা প্রশাসক এ নির্দেশনা দেন। ডিসির স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, ইসির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অষ্টম ধাপে কালিয়াকৈরে পৌরসভা ও তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন রোববার অনুষ্ঠিত হবে। কালিয়াকৈর উপজেলা অত্যন্ত ঘনবসতিপূর্ণ শিল্প প্রধান এলাকা।

নির্দেশনায় বলা হয়, এখানে গড়ে ওঠা প্রায় ৩৫০টি শিল্প প্রতিষ্ঠানে ৮ লক্ষাধিক শ্রমিক কর্মরত রয়েছে এবং ১৮ লাখের বেশি লোকের বসবাস। তাই নির্বাচন অবাধ নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণের দিন কালিয়াকৈর পৌরসভা ও সাতটি ইউনিয়ন পরিষদ এলাকায় সরকারি-বেসরকারি অফিস, বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসক নির্দেশনা দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...