Ajker Patrika

কারাদণ্ড নয়, শিশুরা পেল ফুল ও জাতীয় পতাকা

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৩: ৪৮
কারাদণ্ড নয়, শিশুরা পেল ফুল ও জাতীয় পতাকা

কারাগারে নয়; জাতীয় পতাকা, ফুল আর ডায়েরি হাতে শিশু অভিযুক্তদের সংশোধনের জন্য বাবা-মায়ের কাছে ফেরত পাঠিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং শিশু আদালতের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।

এ সময় ৭০ শিশুকে জাতীয় পতাকা, ফুল আর ডায়েরি দেওয়া হয়। এদিকে জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা আইনজীবী সমিতির সদস্যরা এই রায়কে শিশু অভিযুক্তদের জন্য ব্যতিক্রমী উপহার হিসেবে মনে করছেন।

আদালত সূত্র জানায়, ৫০টি মামলায় ৭০ শিশুদের পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তাদেরও যুক্ত করা হয়েছিল। মারামারিসহ, চুরিসংক্রান্ত অভিযোগ আনা হয়েছিল তাদের বিরুদ্ধে। ক্ষুদ্র অভিযোগে এসব শিশুকে আদালতে হাজিরা দিতে হতো। ফলে শিশুদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় মধ্যে পড়ে।

এতে তাদের শিক্ষাজীবন ব্যাহত হয়। স্বাভাবিক জীবনে শিশুদের বেড়ে ওঠাও হুমকির মুখে পড়ে। শিশুদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এবং সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মামলা দ্রুত নিষ্পত্তি করে দেন বিচারক মো. জাকির হোসেন।

এ সময় শিশুদের জীবনকে আরও সুন্দরভাবে গড়ার জন্য বিচারক নয়টি শর্ত দিয়েছেন। এগুলোর মধ্যে নিয়মিত পড়াশোনার পাশাপাশি প্রতিদিন কিছু ভালো কাজ করা এবং ডায়েরিতে তা লিখে রাখা, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা, সবার সঙ্গে ভালো ব্যবহার করা, বাবা-মাসহ গুরুজনদের আদেশ মেনে চলা এবং বাবা-মায়ের সেবা করা ও কাজে সাহায্য করা।

আরও রয়েছে নিয়মিত ধর্মগ্রন্থ পাঠ করা এবং ধর্মকর্ম পালন করা, প্রত্যেকে কমপক্ষে ২০টি গাছ লাগানো এবং গাছের পরিচর্যা করা, অসৎ সঙ্গ ত্যাগ করা, মাদক থেকে দূরে থাকা, ভবিষ্যতে কোনো অপরাধের সঙ্গে নিজেকে না জড়ানো।

এই রায়ে শিশুরা তাদের আপন ঠিকানা ফিরে পেল। বাবা-মায়েরা সন্তানদের নিজেদের কাছে রেখে সংশোধনের সুযোগ পেলেন বলে জানান নারী ও শিশু ট্রাইব্যুনালের এপিপি হাসান মাহাবুব সাদী।

যেসব শর্তে শিশুদের সংশোধনের সুযোগ দিয়ে পরিবারে ফেরত পাঠানো হলো সেগুলো প্রতিপালিত হচ্ছে কি না, তা প্রবেশন কর্মকর্তা মো. শফিউর রহমান পর্যবেক্ষণ করবেন এবং প্রতি তিন মাস পর আদালতকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত