Ajker Patrika

২০ বছর পর সম্মেলন কাল প্রার্থীরা ব্যস্ত ভোট টানতে

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
Thumbnail image

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। সম্মেলনকে ঘিরে উপজেলার সর্বত্র সাজ সাজ রব অবস্থা বিরাজ করছে।  সম্মেলনকে ঘিরে প্রার্থীরা এখন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। প্রতিদিন দলবেঁধে নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটপ্রার্থনা করছেন প্রার্থীরা। ইতিমধ্যেই উপজেলার গুরুত্বপূর্ণ প্রধান রাস্তা প্রার্থীদের পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে।

সারিয়াকান্দির প্রেম যমুনার ঘাটে সকাল ৯টার দিকে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

২০০২ সালে সর্বশেষ উপজেলা বিএনপির সম্মেলন হয়েছিল। ২০২১ সালে আগের আহ্বায়ক কমিটি ভেঙে নূরুল ইসলাম বাদশাকে আহ্বায়ক ও সাদেক মোহাম্মদ আজিজ লাবলুকে যুগ্ম আহ্বায়ক করে আরও একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি উপজেলার ১২টি ইউনিয়নে সম্মেলন করে উপজেলা বিএনপির সম্মেলনের তারিখ ঘোষণা করে।

বগুড়া সদর বিএনপির সভাপতি এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাফতুন আহমেদ খান রুবেল জানান, ৪ সেপ্টেম্বর জেলা বিএনপির কার্যালয় থেকে সভাপতি পদে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন দুনজন প্রার্থী। তাঁরা হলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ এ এস এম রফিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নূরে আজম বাবু।

পৌর বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। তাঁরা হলেন পৌর বিএনপির সদস্য শাহাদত হোসেন সনি, জেলা মহিলা দলের সহসাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন বেবী, পৌর বিএনপির সদস্য মাহবুবুর রহমান রুস্তম এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিরুল মোমিন পিন্টু।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম তুলেছেন চারজন প্রার্থী। তাঁরা হলেন ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বুলবুল, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম এবং সাবেক পৌর বিএনপির আহ্বায়ক ও উপজেলা যুবদলের সভাপতি ইকবাল কবির পলাশ।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম তুলেছেন তিনজন প্রার্থী। তাঁরা হলেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইউনুস আলী মণ্ডল, পৌর বিএনপির সদস্য শরিফুল ইসলাম হিরা এবং পৌর যুবদলের সদস্যসচিব সাখাওয়াত হোসেন ডাবলু।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন পাঁচজন প্রার্থী। তাঁরা হলেন কাজলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম স্বপন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শ্যামল মাহমুদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাসিমুল হক টিয়া এবং উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম পিন্টু।

পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন চারজন প্রার্থী। তাঁরা হলেন উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তাহেরুল ইসলাম পাঞ্জাব, পৌর বিএনপির সদস্য আব্দুল করিম ইঞ্জিন, সোহেল রানা ও খন্দকার শ্যামল।

৫ সেপ্টেম্বর প্রার্থীদের মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে সবার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করে তাঁদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদেক মোহাম্মদ আজিজ লাবলু বলেন, ‘সুষ্ঠুভাবে সম্মেলন অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই সম্মেলন অনুষ্ঠিত হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত