Ajker Patrika

চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে সনদ জালিয়াতির মামলা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
Thumbnail image

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন এবং সাবেক সদস্য লাভলী আক্তারের বিরুদ্ধে সনদ জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গত ৬ অক্টোবর ওই ইউপি চেয়ারম্যান, সাবেক মহিলা সদস্যসহ সাতজনকে অভিযুক্ত করে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন ভুক্তভোগী সাহিদুল আলম খান ওরফে সোলায়মান খান। গতকাল শুক্রবার সকালে স্থানীয় সংবাদকর্মীদের বিষয়টি জানিয়েছেন মামলার বাদী সোলায়মান।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন জাঙ্গালিয়া ইউপির চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন, সাবেক মহিলা ইউপি সদস্য লাভলী আক্তার, মজিবুর রহমান খান, সুলতান উদ্দিন খান, রুহুল আমিন খান ও আকবর আলী মিয়া। এ ছাড়া শ্রীপুর উপজেলার রাখালিয়া গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন সাগরকে অভিযুক্ত করা হয়েছে।

জানা গেছে, সোলায়মানের দাদা ছাদত আলী খানের দুজন স্ত্রী ছিলেন। এর মধ্যে প্রথম স্ত্রীর দুই ছেলে কাজম আলী খান ও ফজর আলী খান এবং গোলাপজান নামের এক মেয়ে আছেন। এ ছাড়া দ্বিতীয় স্ত্রী কদবানু এক ছেলে নজম উদ্দিন খান এবং দুই মেয়ে আলেকা বেগম ও আনেছা বেগমকে রেখে যান। এর মধ্যে কাজম আলী খানের উত্তরাধিকার সোলায়মান খান।

এজাহার সূত্রে জানা গেছে, দ্বিতীয় ঘরের সন্তান নজম উদ্দিন খানের সন্তানেরা ইউনিয়ন পরিষদে উত্তরাধিকার সনদের আবেদন করেন। এতে ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফারুক খানের যাচাই-বাছাই ও স্বাক্ষর ছাড়াই ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের তৎকালীন মহিলা সদস্য লাভলী আক্তারের স্বাক্ষর নিয়ে ২০২০ সালের ২৯ নভেম্বর সনদ দেন ইউপি চেয়ারম্যান। ওই সনদে প্রথম স্ত্রীর ছেলে ফজর আলী ও মেয়ে গোলাপজানের নাম বাদ দেওয়া হয়।

সাবেক মহিলা ইউপি সদস্য লাভলী আক্তার বলেন, ‘চেয়ারম্যান তাদের জমির সব কাগজপত্র দেখে আমাকে স্বাক্ষর করতে বলেন। আমি চেয়ারম্যানের কথার ওপর ভিত্তি করে ওই সনদে স্বাক্ষর করি।’

৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ফারুক খান বলেন, ‘এক পক্ষ আমার কাছে আসে উত্তরাধিকার সনদের জন্য এলে বিষয়টি একটু ঘোলাটে মনে হওয়া। তাদের ইউএনওর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার তাদের পরামর্শ দিই। এর কিছুদিন পরেই জানতে পারি, তারা কীভাবে যেন উত্তরাধিকার সনদের ব্যবস্থা করে ফেলেছে। পরে ওই সনদে আমাকে স্বাক্ষর করতে বললে আমি অসম্মতি জানাই।’

ইউপি চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন বলেন, ‘যাদের উত্তরাধিকার সনদের জন্য আসা পক্ষের কাছে সাবেক ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেনের স্বাক্ষর করা একটি সনদ ছিল। জমির সব কাগজে তাদের নাম থাকায় ওই উত্তরাধিকার সনদটিতে স্বাক্ষর করি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত