Ajker Patrika

জাহাঙ্গীরকে নিয়ে তদন্তে নগর আ.লীগের কমিটি

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১০: ৪৬
জাহাঙ্গীরকে নিয়ে তদন্তে নগর আ.লীগের কমিটি

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে জাহাঙ্গীর আলমকে বরখাস্ত করার পর মহানগর আওয়ামী লীগের প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে গাজীপুর মহানগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, সংরক্ষিত নারী সাংসদ শামসুন্নাহার, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডলসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় উপদেষ্টামণ্ডলীর সদস্যরা অংশগ্রহণ করেন। সভা বিকেল তিনটায় শুরু হয়ে রাত দশটা পর্যন্ত চলে।

সভার শেষে গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হলো বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিষয়ে ১১ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি দুই ভাগে তদন্ত প্রতিবেদন দাখিল করবে। এর একটি হল জাহাঙ্গীর আলমকে শোকজ করার পর বহিষ্কারের আগ পর্যন্ত দলীয় নেতা-কর্মীদের কার কি ভূমিকা ছিল, সেটি নির্ধারণ করা। অপরটি হল জাহাঙ্গীর আলমকে বহিষ্কারের পর তাঁর সঙ্গে সংগঠনের কোনো নেতা–কর্মীর যোগাযোগ আছে কি না বা কার কি ভূমিকা ছিল সেটি অনুসন্ধান করা। এই কমিটির প্রতিবেদন পাওয়ার পর কারও বিরুদ্ধে কোনো সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেলে তাঁদের বক্তব্য শুনে গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...